০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন যুক্তরাষ্ট্রে শাটডাউন সমাপ্তির সম্ভাবনায় ডলার স্থিতিশীল, অস্ট্রেলীয় ডলার শক্তিশালী, ইয়েন দুর্বল প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও অক্ষরের রহস্য: কেন ‘Q’-এর প্রয়োজন ‘U’ — ভাষার আত্মার এক বিস্ময়কর ইতিহাস নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

‘প্রেমিকা’য় প্রেমিকা মাহা

  • Sarakhon Report
  • ১১:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • 64
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের টিভি নাটকের এই প্রজন্মের দর্শকপ্রিয় মুখ নাঈমা আলম মাহা এবার নাটকের নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হচ্ছেন। মোহন আহমেদ’র কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় মাহা অভিনয় করেছেন সদ্য ইউটিউবে প্রকাশিত ‘প্রেমিকা’ নাটকে। এই নাটকে নাম ভুমিকায় অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছেন মাহা।
দ্রুততম সময়ের মধ্যে নাটকটিতে মাহা’র উপস্থিতি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকের মাহা’র বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের দু’জনের অনবদ্য রসায়ন দর্শকের কাছে ভীষণ ভালোলেগেছে। যা ইউটিউবে প্রকাশিত এই নাটকের কমেন্ট বক্সে স্পষ্টত। মাহা বলেন,‘ পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য। গল্পটা এক কথায় অসাধারণ।
নির্মাতা বেশ গুছিয়ে কাজটি নির্মাণ করেছেন। ইরফান ভাই নিঃসন্দেহে একজন গুনী অভিনয় শিল্পী। তিনিও আমাকে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে ভীষণ সহযোগিতা করেছেন। নাটকটি প্রকাশের পর থেকেই অন্যরকম সাড়া পাচ্ছি। অর্থাৎ যারা আমার খুউব কাছের তারা নাটকটি দেখে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। আমিও আগামীতে এই ধরনের ডিফরেন্ট গল্পে কাজ করতে চাই।
কারণ এখানে নিজের অভিনয়কে যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, রকি খান, টুম্পা মাহবুব, মোস্তাফিুজর রহমান। এই মুহুর্তে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আপাতত কোনো নাটকে কাজ করছেন না মাহা। এদিকে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’ নিয়মিত মাছরাঙ্গা টিভিতে প্রচার চলছে।
নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এই নাটকেও মাহাকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। গেলো ঈদে সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় একটি খণ্ড নাটকেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মাহার প্রবল ইচ্ছে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার।
জনপ্রিয় সংবাদ

গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন

‘প্রেমিকা’য় প্রেমিকা মাহা

১১:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের টিভি নাটকের এই প্রজন্মের দর্শকপ্রিয় মুখ নাঈমা আলম মাহা এবার নাটকের নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হচ্ছেন। মোহন আহমেদ’র কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় মাহা অভিনয় করেছেন সদ্য ইউটিউবে প্রকাশিত ‘প্রেমিকা’ নাটকে। এই নাটকে নাম ভুমিকায় অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছেন মাহা।
দ্রুততম সময়ের মধ্যে নাটকটিতে মাহা’র উপস্থিতি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকের মাহা’র বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের দু’জনের অনবদ্য রসায়ন দর্শকের কাছে ভীষণ ভালোলেগেছে। যা ইউটিউবে প্রকাশিত এই নাটকের কমেন্ট বক্সে স্পষ্টত। মাহা বলেন,‘ পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য। গল্পটা এক কথায় অসাধারণ।
নির্মাতা বেশ গুছিয়ে কাজটি নির্মাণ করেছেন। ইরফান ভাই নিঃসন্দেহে একজন গুনী অভিনয় শিল্পী। তিনিও আমাকে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে ভীষণ সহযোগিতা করেছেন। নাটকটি প্রকাশের পর থেকেই অন্যরকম সাড়া পাচ্ছি। অর্থাৎ যারা আমার খুউব কাছের তারা নাটকটি দেখে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। আমিও আগামীতে এই ধরনের ডিফরেন্ট গল্পে কাজ করতে চাই।
কারণ এখানে নিজের অভিনয়কে যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ থাকে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, রকি খান, টুম্পা মাহবুব, মোস্তাফিুজর রহমান। এই মুহুর্তে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় আপাতত কোনো নাটকে কাজ করছেন না মাহা। এদিকে মাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’ নিয়মিত মাছরাঙ্গা টিভিতে প্রচার চলছে।
নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এই নাটকেও মাহাকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। গেলো ঈদে সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় একটি খণ্ড নাটকেও অভিনয় করেছিলেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মাহার প্রবল ইচ্ছে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার।