০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না সুইজারল্যান্ডের ক্রাঁ-মন্তানায় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নতুন বছরের প্রথম প্রহরে বহু প্রাণহানির আশঙ্কা

‘ইতি চিত্রা’র পর কামাল খান

  • Sarakhon Report
  • ০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • 97
সারাক্ষণ প্রতিবেদক
কামাল খান, এই প্রজন্মের অভিনেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান তিনি। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমীর দারুণ ভক্ত তিনি সেই ছোটবেলা থেকেই। এক সময় স্বপ্ন দেখেন মৌসুমীর সঙ্গে অভিনয় করবেন। মানুষ স্বপ্ন দেখলে তা যে পূরণ হয়, কামাল খানই তার প্রমাণ। একটা সময় এসে প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই প্রজন্মের অভিনেতা কামাল খান।
তারেক শিকদার পরিচালিত ‘ভক্ত’ টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর তিনি আর এইচ জামানের পরিচালনায় ‘সুপ্ত আগুন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরো বেশকিছু নাটকে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেন কামাল খান। তবে এবারই প্রথম তিনি সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ইতি চিত্রা’।
রাইসুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমায় কামাল খান কামাল নামেই অভিনয় করেছেন। অর্থাৎ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সারাদেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পায়। প্রথম দিন থেকেই কয়েকটি সিনেমা হলে কামাল খান নিজে হলে গিয়ে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের পাশে বসে দর্শকের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন। তাতে আগামীদিনে একজন পেশাদার অভিনেতা হবারই স্বপ্ন দেখছেন কামাল খান।
কামাল খান বলেন,‘ অভিনয় জীবনের শুরুতেই আমি আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এখন পর্যন্ত। তিনি আমাকে অভিনয়ের অনেক কিছু শিখিয়েছেন। আমি টুকটাক শুরুতে অভিনয়ে যতোটুকু পেরেছি মৌসুমী ম্যাডামের কারণেই। আর বড় ভাই হিসেবে আমার মাথার উপর ছায়া হয়ে আছেন সবসময়। তিনি আছেন বলেই আমি সাহস করে এগিয়ে যেতে পারছি।
ইতি চিত্রা’য় আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই পরিচালক অনিক ভাই ও সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন ভাইকে। আমি দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে মুগ্ধ আমি। কৃতজ্ঞতা জানাই সকল দর্শককে।’ এরইমধ্যে কামাল খান ‘গুণ্ডার প্রেম’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে কামাল খান নিজেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন আর এইচ জামান। কামাল খানের প্রথম মিউজিক ভিডিও ছিলো ‘তোমায় দেখে’। গানটি গেয়েছিলেন ইমরান ও নদী। এতে কামালের সহশিল্পী ছিলেন নওশাবা।
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ

‘ইতি চিত্রা’র পর কামাল খান

০৭:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
কামাল খান, এই প্রজন্মের অভিনেতা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান তিনি। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মৌসুমীর দারুণ ভক্ত তিনি সেই ছোটবেলা থেকেই। এক সময় স্বপ্ন দেখেন মৌসুমীর সঙ্গে অভিনয় করবেন। মানুষ স্বপ্ন দেখলে তা যে পূরণ হয়, কামাল খানই তার প্রমাণ। একটা সময় এসে প্রিয়দর্শিনী মৌসুমী’র সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই প্রজন্মের অভিনেতা কামাল খান।
তারেক শিকদার পরিচালিত ‘ভক্ত’ টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এরপর তিনি আর এইচ জামানের পরিচালনায় ‘সুপ্ত আগুন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আরো বেশকিছু নাটকে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেন কামাল খান। তবে এবারই প্রথম তিনি সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার নাম ‘ইতি চিত্রা’।
রাইসুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমায় কামাল খান কামাল নামেই অভিনয় করেছেন। অর্থাৎ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কিছুদিন আগে মুক্তি পায়। সারাদেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পায়। প্রথম দিন থেকেই কয়েকটি সিনেমা হলে কামাল খান নিজে হলে গিয়ে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। দর্শকের পাশে বসে দর্শকের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন। তাতে আগামীদিনে একজন পেশাদার অভিনেতা হবারই স্বপ্ন দেখছেন কামাল খান।
কামাল খান বলেন,‘ অভিনয় জীবনের শুরুতেই আমি আমাদের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা শ্রদ্ধেয় মৌসুমী ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এখন পর্যন্ত। তিনি আমাকে অভিনয়ের অনেক কিছু শিখিয়েছেন। আমি টুকটাক শুরুতে অভিনয়ে যতোটুকু পেরেছি মৌসুমী ম্যাডামের কারণেই। আর বড় ভাই হিসেবে আমার মাথার উপর ছায়া হয়ে আছেন সবসময়। তিনি আছেন বলেই আমি সাহস করে এগিয়ে যেতে পারছি।
ইতি চিত্রা’য় আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই পরিচালক অনিক ভাই ও সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন ভাইকে। আমি দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে মুগ্ধ আমি। কৃতজ্ঞতা জানাই সকল দর্শককে।’ এরইমধ্যে কামাল খান ‘গুণ্ডার প্রেম’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে কামাল খান নিজেই নাম ভূমিকায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন আর এইচ জামান। কামাল খানের প্রথম মিউজিক ভিডিও ছিলো ‘তোমায় দেখে’। গানটি গেয়েছিলেন ইমরান ও নদী। এতে কামালের সহশিল্পী ছিলেন নওশাবা।