০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
আত্মবিশ্বাসই মূলধন: ‘প্রিটি প্রিভিলেজ’ নিয়ে ফিরলেন আইস স্পাইস মিয়ামি বিচে এখন ১,০০০ ডলারে কী করা যায় জাপানে প্রতিবন্ধী কর্মীদের জন্য কোম্পানির সহায়তা বৃদ্ধি চেন জির প্রতারণার সাম্রাজ্য: কিভাবে কেপাম্বোডিয়া থেকে লন্ডন পর্যন্ত বিস্তার লাভ করলেন অভিযুক্ত অপরাধী ফিলিপাইনের পর ভিয়েতনামে আঘাত কালমেগির, জলবায়ু আলোচনায় নতুন চাপ K-pop ব্যান্ড NEWBEAT-এর “LOUDER THAN EVER”: একটি নতুন পথচলা কাঁকড়ায় ভরা দ্বীপে গুগলের নতুন প্রকল্প, সামরিক ঘাঁটি নয় দাবি কোম্পানির প্রশান্ত মহাসাগরের দূরবর্তী দ্বীপে দুর্লভ খনিজে যুক্তরাষ্ট্র–জাপানের যৌথ অভিযান TVXQ!’s U-Know Opens Up with New Solo Album ‘I-KNOW’ টেস্টোস্টেরন থেরাপিতে নারীদের পুনরুদ্ধারিত কামনা ও অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া

সিনেমায় বাস্তবভিত্তিক চরিত্রে কাজ করতে চাই

  • Sarakhon Report
  • ০৪:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • 27

রেজাই রাব্বী

একজন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শান্তা জাহান। উপস্থাপক হিসেবেই তিনি সবার কাছে জনপ্রিয়। দেশের প্রথম সারির উপস্থাপিকার মধ্যে শান্তা জাহান অন্যতম। এই পরিচয়টা দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। উপস্থাপনার জন্য অনেক পুরস্কার কিংবা সম্মাননাও পেয়েছেন তিনি।ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন সারাক্ষণের রেজাই রাব্বী’র সঙ্গে।

উপস্থাপনায় আসার আগ্রহ হলো কিভাবে?

সত্যি বলতে প্রথমত কাউকে দেখেই উপস্থাপনায় আগ্রহটা জন্মায়নি। টেলিভশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বেশি দেখতাম এবং ওই সময়টায় টেলিভশনগুলোতে নওশীন আপু, মুনমুন আপুর উপস্থাপনায় অনুষ্ঠান বেশি হতো। তাদের প্রোগ্রামগুলো খুব ভালো লাগত। ওই দেখাটাকেই আমার শিক্ষা হিসেবে গ্রহণ করেছি।

বিজ্ঞাপনে কাজ করেছেন?

অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছি। তন্মধ্যে শীর্ষে ছিলÑ বিকাশ, রূপচাঁদা সরিষা তেল, টেলিটক, প্রাণ গ্রুপের অসংখ্য বিজ্ঞাপন। অভিসিও করা হয়েছে বেশ কিছু।

বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

বর্তমানে নিয়মিত কিছু টেলিভশন প্রোগ্রাম ও ইভেন্টের কাজ করছি। কয়েকটি টেলিভিশনে নিয়মিত লাইভ প্রোগ্রাম আছে। যেমন— বাংলাভিশন, মাইটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি।

আপনার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি?

ক্যারিয়ার অনেক দিনের, প্রথম থেকে নিয়ে এখন প্রর্যন্ত সব কাজই প্রিয়। এরমধ্যে উল্লেখযোগ্য বলতে করোনাকালীন সময়ে আরটিভিতে বাংলার গায়েন সিজন ১ এর কাজ করা। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও অনুষ্ঠান করা হয়েছে। আন্তর্জাতিকভাবেও অনেক কাজ করা হয়েছে। অন্য দেশের মাঝে নিজের দেশকে উপস্থাপন করতে পেরেছি। ২০২১ সালে বৃহৎ পরিসরে একই মাসে পরপর দুইবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশিদের জন্য অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি।

সিনেমায় কাজ করার ইচ্ছা আছে কি?

ক্যারিয়ার শুরুর পর থেকেই অভিনয়ের জন্য অনেক অফার পেয়েছি, সিনেমাতেও কাজের জন্যে অফার এসেছে। কিন্তু সিনেমায় অভিনয়ের আগ্রহটা তেমন ছিল না, আর আমার ক্যারিয়ারের সময়টায় সিনেমা জগতের অবস্থান তেমন ভালো ছিল না। যে সময়টাতে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের বা সামাজিক সিনেমা দেখে যাদের বড় হয়ে ওঠা তাদের ওই সময়টাতে সিনেমার প্রতি আগ্রহ তৈরি হবে। যার কারণে সিনেমায় কাজ করা হয়নি। যেহেতু একই প্ল্যাটফর্মে ও কাজ করে যাচ্ছি, যদি কখনো উপন্যাস বা কোনো গল্প নিজের জীবনের সঙ্গে মিলে যায় বা বাস্তবভিত্তিক গল্প হয়, তবে অবশ্যই একটি চরিত্রে নিজেকে দেখেতে স্বাচ্ছন্দ্যবোধ করব।

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসই মূলধন: ‘প্রিটি প্রিভিলেজ’ নিয়ে ফিরলেন আইস স্পাইস

সিনেমায় বাস্তবভিত্তিক চরিত্রে কাজ করতে চাই

০৪:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

রেজাই রাব্বী

একজন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শান্তা জাহান। উপস্থাপক হিসেবেই তিনি সবার কাছে জনপ্রিয়। দেশের প্রথম সারির উপস্থাপিকার মধ্যে শান্তা জাহান অন্যতম। এই পরিচয়টা দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। উপস্থাপনার জন্য অনেক পুরস্কার কিংবা সম্মাননাও পেয়েছেন তিনি।ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন সারাক্ষণের রেজাই রাব্বী’র সঙ্গে।

উপস্থাপনায় আসার আগ্রহ হলো কিভাবে?

সত্যি বলতে প্রথমত কাউকে দেখেই উপস্থাপনায় আগ্রহটা জন্মায়নি। টেলিভশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বেশি দেখতাম এবং ওই সময়টায় টেলিভশনগুলোতে নওশীন আপু, মুনমুন আপুর উপস্থাপনায় অনুষ্ঠান বেশি হতো। তাদের প্রোগ্রামগুলো খুব ভালো লাগত। ওই দেখাটাকেই আমার শিক্ষা হিসেবে গ্রহণ করেছি।

বিজ্ঞাপনে কাজ করেছেন?

অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছি। তন্মধ্যে শীর্ষে ছিলÑ বিকাশ, রূপচাঁদা সরিষা তেল, টেলিটক, প্রাণ গ্রুপের অসংখ্য বিজ্ঞাপন। অভিসিও করা হয়েছে বেশ কিছু।

বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

বর্তমানে নিয়মিত কিছু টেলিভশন প্রোগ্রাম ও ইভেন্টের কাজ করছি। কয়েকটি টেলিভিশনে নিয়মিত লাইভ প্রোগ্রাম আছে। যেমন— বাংলাভিশন, মাইটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি।

আপনার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি?

ক্যারিয়ার অনেক দিনের, প্রথম থেকে নিয়ে এখন প্রর্যন্ত সব কাজই প্রিয়। এরমধ্যে উল্লেখযোগ্য বলতে করোনাকালীন সময়ে আরটিভিতে বাংলার গায়েন সিজন ১ এর কাজ করা। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও অনুষ্ঠান করা হয়েছে। আন্তর্জাতিকভাবেও অনেক কাজ করা হয়েছে। অন্য দেশের মাঝে নিজের দেশকে উপস্থাপন করতে পেরেছি। ২০২১ সালে বৃহৎ পরিসরে একই মাসে পরপর দুইবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশিদের জন্য অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি।

সিনেমায় কাজ করার ইচ্ছা আছে কি?

ক্যারিয়ার শুরুর পর থেকেই অভিনয়ের জন্য অনেক অফার পেয়েছি, সিনেমাতেও কাজের জন্যে অফার এসেছে। কিন্তু সিনেমায় অভিনয়ের আগ্রহটা তেমন ছিল না, আর আমার ক্যারিয়ারের সময়টায় সিনেমা জগতের অবস্থান তেমন ভালো ছিল না। যে সময়টাতে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের বা সামাজিক সিনেমা দেখে যাদের বড় হয়ে ওঠা তাদের ওই সময়টাতে সিনেমার প্রতি আগ্রহ তৈরি হবে। যার কারণে সিনেমায় কাজ করা হয়নি। যেহেতু একই প্ল্যাটফর্মে ও কাজ করে যাচ্ছি, যদি কখনো উপন্যাস বা কোনো গল্প নিজের জীবনের সঙ্গে মিলে যায় বা বাস্তবভিত্তিক গল্প হয়, তবে অবশ্যই একটি চরিত্রে নিজেকে দেখেতে স্বাচ্ছন্দ্যবোধ করব।