বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতই জানুয়ারি নির্বাচন সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে: শেখ হাসিনা সত্যজিৎ রায়ের আলোচিত পাঁচটি চলচ্চিত্র নিয়ে যা জেনে নিতে পারেন যার দেয়াল সেই ভাঙ্গে (পর্ব-৫) সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ভোটে চায়নাপন্থী প্রার্থী জয়ী হয়েছেন স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৪৪) গাছ লাগানোর উপযুক্ত সময়, স্থান ও ধরন নিয়ে যেসব তথ্য জানা জরুরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা নিরসনের উপায় খুঁজে বের করতে হবে: মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে খাবারগুলি আপনাকে সুন্দর ঘুম দেবে যুক্তরাষ্ট্রে চায়না-বিরোধী মনোভাব বেড়েছে  -পিউ সমীক্ষা দিবারাত্রির কাব্য: মানিক বন্দোপধ্যায় ( ৫৫ তম কিস্তি )

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই ১৩ হাজার ফুট উঁচুতে পাহাড়ের ভেতর টানেল বানাল ভারত

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৯.০২ পিএম

সারাক্ষণ ডেস্ক

ভারতের আসামের তেজপুর এবং অরুণাচলের তাওয়াংয়ের সংযোগরক্ষাকারী সড়কে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট বা ফুট ৩ হাজার ৯০০ মিটার উচ্চতায় সেলা টানেল তৈরি করেছে ভারত সরকার। সড়কপথে এই অংশের দূরত্ব ৩২৭ কিলোমিটার।

২১০০ মাইল বা ৩ হাজার ৩৭৯ কিলোমিটার সীমান্ত নিয়ে নয়াদিল্লির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

সাম্প্রতিক বছরগুলিতে দুটি পারমাণবিক সশস্ত্র শক্তির সংঘর্ষ দেখেছে।

এর মধ্যে ২০২০ সালে যখন সীমান্তের পশ্চিম প্রসারিত আকসাই চিন-লাদাখে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের ফলে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সৈন্য নিহত হয়েছিল।

চায়না প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন, “সীমানা প্রশ্নকে জটিল করে তুলতে পারে। এমন যেকোনো পদক্ষেপ ভারতীয় পক্ষকে বন্ধ করতে হবে… চীনা সামরিক বাহিনী অত্যন্ত সজাগ থাকবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করবে।” অরুণাচল প্রদেশকে বোঝাতে দক্ষিণ তিব্বত।

ভারত মঙ্গলবার বেইজিংয়ের “অযৌক্তিক দাবির” নিন্দা করে পাল্টা উত্তর দিয়ে বলে,  “ভারতের অবিচ্ছেদ্য এ অঞ্চলটি , অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে।”

অরুণাচল সীমান্তে চীনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ লেগেই থাকে। অরুণাচল প্রদেশে চীনের সীমান্ত সংলগ্ন শহর তাওয়াং। ওই এলাকা অত্যন্ত দুর্গম। সেলা টানেলের মাধ্যমে তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা আরও সহজ হয়েছে। যেকোনও আবহাওয়াজনিত পরিস্থিতিতেই এই টানেলের মাধ্যমে তাওয়াংয়ের সঙ্গে সংযোগ রক্ষা করা যাবে বলে জানিয়েছে ভারত । অরুণাচল প্রদেশে সম্প্রতি নতুন একটি টানেলের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর নাম সেলা টানেল। এই টানেলের মাধ্যমে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও সুরক্ষিত হবে বলে দাবি করেছে ভারত সরকার। তবে সেলা টানেল উদ্বোধনের পর দুই দেশের পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে উত্তর-পূর্ব সীমান্তে চাপা উত্তেজনার আভাস মিলেছে। ভারত ওই এলাকায় সীমান্ত সুরক্ষিত করার জন্য বহু সৈন্য মোতায়েন করেছে। এর কড়া জবাব দিয়েছে চীন।

নরেন্দ্র মোদি সেলা টানেল উদ্বোধনের এক দিন আগে চীন জানায়, সীমান্তে সৈন্য মোতায়েন করে বিরোধের মোকাবেলা করা যাবে না। তবে সীমান্তে শান্তি বজায় রাখাই তাদের উদ্দেশ্য বলে দাবি করে বেইজিং।

অরুণাচল প্রদেশের সেলা টানেল ভারতের কূটনীতিগত অবস্থানের জন্যও গুরুত্বপূর্ণ। এটি প্রকৃত নিয়ন্ত্রণরেখার (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) কাছাকাছি।

অরুণাচলের প্রান্তে অবস্থিত তাওয়াংয়ের সঙ্গে এত দিন বাকি দেশের যোগাযোগের একমাত্র পথ ছিল সেলা পাস। ওই গিরিখাতের মাধ্যমেই তাওয়াংয়ে যেতে হত। সেলা পাস হামেশাই তুষারপাত এবং ভূমিধসের কারণে বন্ধ হয়ে যায়। সে সময়ে তাওয়াং বাকি অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সেলা পাসেরই ৪,২০০ মিটার গভীরে সেলা টানেল খোঁড়া হয়েছে।

সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্তে নতুন করে ১০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। ওই জওয়ানেরা এর আগে পশ্চিম দিকের সীমান্তে নিযুক্ত ছিলেন।

ভারতের এই পদক্ষেপের পর চীন বিবৃতি দিয়ে জানিয়েছে, যে সীমান্ত এলাকায় দুই দেশ যৌথ ভাবে শান্তি বজায় রাখার চেষ্টা করছে, সেখানে ভারতের আরও সেনা মোতায়েন করার সিদ্ধান্ত আপত্তিকর।

সেলা টানেল উদ্বোধনের পর চিনের পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ) অরুণাচলকে ‘চীনা ভূখণ্ডের অংশ’ বলে উল্লেখ করেছিল। ভারতও পাল্টা জবাব দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024