০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৯)

  • Sarakhon Report
  • ০৬:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • 28

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা শ্রমিকদের এই বড় কাজ দেখাশোনাও নিয়ন্ত্রণ করত নানা (Chief)। হাজার, একশ এবং দশ এই নানা শ্রেণিবিন্যাসে চিফদের এই কাজ সম্পন্ন হত। আনদেন লোক পুরাণ থেকে আমরা জানতে পারি যে ইনকারা প্রধানত সূর্যদেবতার বংশধর এবং এই কারণে তাঁকে (সূর্য দেবতা) পূজা ভক্তির বিষয়টি ছিল আড়ম্বরপূর্ণ। এই আপু ইনতি (Apu Inti) কে বছরের ২১শে জুন তারিখে স্মরণ করা হয়।

এই স্মরণ বা পূজা অর্চনা আলু ও ভুট্টার ফসল তোলার সময় পর্যন্ত চালিয়ে যাওয়া হয়। এর অন্যতম কারণ হল সূর্য দেবতাকে অধিক ফসলের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানো এবং সেই সঙ্গে পরবর্তী মরশুমে অধিক ফসল-এর জন্য প্রার্থনা জানানো। এছাড়াও মরশুমের যে সময়ে সূর্য সবচেয়ে দূরে অবস্থান করে সেই সময়ে কেচুয়া ভাষাভাষীর মানুষ দেবতার কাছে তাঁদের ছেলেমেয়েদের ভালর জন্য আশীর্বাদ প্রার্থনা করে। (Sacsahuaman)

ধর্মীয় আচার-বিচার এর অন্য চিত্রনাট্যও আছে। সাধারণভাবে অনুষ্ঠানের আয়োজন যত্ন নিয়ে করা হয় করিকানচা (Koricancha) বা সূর্য মন্দিরে। এছাড়া অন্যত্র হল হাউকায়পাতা (Haukaypata) বা ওয়াকায়পাতা (Wakaypata) যা মেইন স্কোয়ারের উত্তর-পূর্ব বিভাগে অবস্থিত।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৮)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৮)

 

জনপ্রিয় সংবাদ

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৯)

০৬:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা শ্রমিকদের এই বড় কাজ দেখাশোনাও নিয়ন্ত্রণ করত নানা (Chief)। হাজার, একশ এবং দশ এই নানা শ্রেণিবিন্যাসে চিফদের এই কাজ সম্পন্ন হত। আনদেন লোক পুরাণ থেকে আমরা জানতে পারি যে ইনকারা প্রধানত সূর্যদেবতার বংশধর এবং এই কারণে তাঁকে (সূর্য দেবতা) পূজা ভক্তির বিষয়টি ছিল আড়ম্বরপূর্ণ। এই আপু ইনতি (Apu Inti) কে বছরের ২১শে জুন তারিখে স্মরণ করা হয়।

এই স্মরণ বা পূজা অর্চনা আলু ও ভুট্টার ফসল তোলার সময় পর্যন্ত চালিয়ে যাওয়া হয়। এর অন্যতম কারণ হল সূর্য দেবতাকে অধিক ফসলের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানো এবং সেই সঙ্গে পরবর্তী মরশুমে অধিক ফসল-এর জন্য প্রার্থনা জানানো। এছাড়াও মরশুমের যে সময়ে সূর্য সবচেয়ে দূরে অবস্থান করে সেই সময়ে কেচুয়া ভাষাভাষীর মানুষ দেবতার কাছে তাঁদের ছেলেমেয়েদের ভালর জন্য আশীর্বাদ প্রার্থনা করে। (Sacsahuaman)

ধর্মীয় আচার-বিচার এর অন্য চিত্রনাট্যও আছে। সাধারণভাবে অনুষ্ঠানের আয়োজন যত্ন নিয়ে করা হয় করিকানচা (Koricancha) বা সূর্য মন্দিরে। এছাড়া অন্যত্র হল হাউকায়পাতা (Haukaypata) বা ওয়াকায়পাতা (Wakaypata) যা মেইন স্কোয়ারের উত্তর-পূর্ব বিভাগে অবস্থিত।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৮)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৮)