০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন যুক্তরাষ্ট্রে শাটডাউন সমাপ্তির সম্ভাবনায় ডলার স্থিতিশীল, অস্ট্রেলীয় ডলার শক্তিশালী, ইয়েন দুর্বল প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও অক্ষরের রহস্য: কেন ‘Q’-এর প্রয়োজন ‘U’ — ভাষার আত্মার এক বিস্ময়কর ইতিহাস নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪০)

  • Sarakhon Report
  • ০৩:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • 59

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

এর আগে এমন তিক্ত হতাশায়, এমন সান্ত্বনাহীন কান্নায় আমি কোনোদিন কাঁদি নি। জানি না, আমি তাঁকে ভালোবাসতাম কিনা; কিন্তু তাঁর প্রতি ভালোবাসা বা তাঁর প্রতি ঘৃণায় কি আসে যায়? তিনি আমার মধ্যে যে অনুভূতি, যে আন্দোলনের সৃষ্টি করতেন, তা ছিল বিপুল, তা ছিল দুর্বোধ্য, তা ছিল প্রহেলিকাময়। এমন কি তিনি যখন মনের মধ্যে কোনো অপ্রীতিকর বিরুদ্ধ মনোভাব জাগিয়ে তুলতেন, তখনো তা আমার মধ্যে বোঝার মতো ভারী হ’য়ে নেবে আসতো না, দিতো আগুন ধরিয়ে আমার আত্মায়, তাকে ক’রে তুলতো আরো অনুভূতিশীল, আরো শক্তিমান।

যখন তিনি মাটির উপর বুটের খস্থস্ শব্দ করতে করতে-যেন মাটির অসাম্যটাকে তিনি শাসন ক’রে মসৃণ ক’রে দিতে চান-কোথাও থেকে এসে অকস্মাৎ আবির্ভূত হতেন, কোনো দরজার পেছন থেকে বা ঘরের কোনো কোণ থেকে, তারপর পৃথিবী ভ্রমণে সুঅভ্যস্ত কোনো মানুষের মতো দ্রুত, লঘু, ছোটো ছোটো পা ফেলে আসতেন এগিয়ে, সে ছিল দেখবার মতো।

তাঁর হাতের বুড়ো আঙুল দু’টোকে বেল্টের মধ্যে ঢুকিয়ে তিনি এক সেকেণ্ডের জন্যে থেমে দাঁড়াতেন, চারিদিকে একবার সর্বগ্রাহী দৃষ্টি মেলে তাকিয়ে নিতেন চকিতে। সে দৃষ্টির কাছে যা কিছু নতুন তা মুহূর্তেই ধরা পড়ে যেতো, নিমেষেই সব কিছুর যথাযথ অর্থ তিনি হৃদয়ংগম করে নিতেন। প্রশ্ন করতেন, “তুমি কেমন আছো?”

কথাগুলোকে আমি প্রতিবারেই তর্জমা ক’রে নিতুমঃ “তুমি কেমন আছো? আমি একটি আনন্দ পেয়েছি-সে তুমি ভালো ক’রে বুঝবে না। তবু, তুমি কেমন আছো ?”

তিনি যখন বেরিয়ে আসেন, তখন তাঁকে কেমন যেন ছোটো লাগে। কিন্তু পরক্ষণেই তাঁর চারিদিকের সবাই যেন তাঁর পাশে আরো ছোটো হ’য়ে যায়। চাষার মতোন তাঁর দাড়ী। অমসৃণ, তবু অসামান্য দুটি হাত। নিতান্ত সাদাসিদে পোশাক। তাঁর এই বাইরেকার আরামপ্রদ গণতান্ত্রিকতাটা অনেক সময় মানুষকে ঠকাতো। আমি বহু রাশিয়ানকে লক্ষ্য করেছি, যারা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করে- অবশ্য এ একটা পুরাতন গোলামী অভ্যাস। তারপর তারা ঢালতে শুরু ক’রে দিতো তাদের জঘন্য অকাপট্যের অনর্গল স্রোত-যাকে যথাযথভাবে বলতে গেলে বলতে হয়, “অন্তরালের ঘনিষ্ঠতা।”

জনপ্রিয় সংবাদ

গ্র্যামির ডাবল মনোনয়নে কেটসআইয়ের জয়যাত্রা — বৈচিত্র্য, প্রতিভা ও সংস্কৃতির গ্লোবাল উদযাপন

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ৪০)

০৩:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ম্যাকসিম গোর্কী

একটি চিঠি

এর আগে এমন তিক্ত হতাশায়, এমন সান্ত্বনাহীন কান্নায় আমি কোনোদিন কাঁদি নি। জানি না, আমি তাঁকে ভালোবাসতাম কিনা; কিন্তু তাঁর প্রতি ভালোবাসা বা তাঁর প্রতি ঘৃণায় কি আসে যায়? তিনি আমার মধ্যে যে অনুভূতি, যে আন্দোলনের সৃষ্টি করতেন, তা ছিল বিপুল, তা ছিল দুর্বোধ্য, তা ছিল প্রহেলিকাময়। এমন কি তিনি যখন মনের মধ্যে কোনো অপ্রীতিকর বিরুদ্ধ মনোভাব জাগিয়ে তুলতেন, তখনো তা আমার মধ্যে বোঝার মতো ভারী হ’য়ে নেবে আসতো না, দিতো আগুন ধরিয়ে আমার আত্মায়, তাকে ক’রে তুলতো আরো অনুভূতিশীল, আরো শক্তিমান।

যখন তিনি মাটির উপর বুটের খস্থস্ শব্দ করতে করতে-যেন মাটির অসাম্যটাকে তিনি শাসন ক’রে মসৃণ ক’রে দিতে চান-কোথাও থেকে এসে অকস্মাৎ আবির্ভূত হতেন, কোনো দরজার পেছন থেকে বা ঘরের কোনো কোণ থেকে, তারপর পৃথিবী ভ্রমণে সুঅভ্যস্ত কোনো মানুষের মতো দ্রুত, লঘু, ছোটো ছোটো পা ফেলে আসতেন এগিয়ে, সে ছিল দেখবার মতো।

তাঁর হাতের বুড়ো আঙুল দু’টোকে বেল্টের মধ্যে ঢুকিয়ে তিনি এক সেকেণ্ডের জন্যে থেমে দাঁড়াতেন, চারিদিকে একবার সর্বগ্রাহী দৃষ্টি মেলে তাকিয়ে নিতেন চকিতে। সে দৃষ্টির কাছে যা কিছু নতুন তা মুহূর্তেই ধরা পড়ে যেতো, নিমেষেই সব কিছুর যথাযথ অর্থ তিনি হৃদয়ংগম করে নিতেন। প্রশ্ন করতেন, “তুমি কেমন আছো?”

কথাগুলোকে আমি প্রতিবারেই তর্জমা ক’রে নিতুমঃ “তুমি কেমন আছো? আমি একটি আনন্দ পেয়েছি-সে তুমি ভালো ক’রে বুঝবে না। তবু, তুমি কেমন আছো ?”

তিনি যখন বেরিয়ে আসেন, তখন তাঁকে কেমন যেন ছোটো লাগে। কিন্তু পরক্ষণেই তাঁর চারিদিকের সবাই যেন তাঁর পাশে আরো ছোটো হ’য়ে যায়। চাষার মতোন তাঁর দাড়ী। অমসৃণ, তবু অসামান্য দুটি হাত। নিতান্ত সাদাসিদে পোশাক। তাঁর এই বাইরেকার আরামপ্রদ গণতান্ত্রিকতাটা অনেক সময় মানুষকে ঠকাতো। আমি বহু রাশিয়ানকে লক্ষ্য করেছি, যারা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করে- অবশ্য এ একটা পুরাতন গোলামী অভ্যাস। তারপর তারা ঢালতে শুরু ক’রে দিতো তাদের জঘন্য অকাপট্যের অনর্গল স্রোত-যাকে যথাযথভাবে বলতে গেলে বলতে হয়, “অন্তরালের ঘনিষ্ঠতা।”