ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
অক্টোবর ১৮-২০ অলৌকিকের দেবতা
অলৌকিকের দেবতা (Lord of the miracle)-কে নিয়ে তিনদিনের এই উৎসব চলে অক্টোবর ১৮ থেকে ২০ পর্যন্ত। স্প্যানিশ ভাষায় এই অনুষ্ঠানকে বলা হয় Senor do los milagros এই দেবতাকে সম্মান জানাবার সময় অন্য এক মূর্তি বা দেবতার কথাও বলা হয়। এর নাম হল প্যাট্রিন সেইন্ট অব লিমা।

এই অনুষ্ঠান বর্ণময় ও আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে রাস্তায় বেরোন নানা রঙ বৈচিত্র্য নিয়ে শোভাযাত্রার সৌন্দর্যে। এ মিছিল শোভাযাত্রায় অনেকেই যীশুর মূর্তি নিয়ে অংশগ্রহণ করেন। পিছনে পিছনে অনেক সাধারণ মানুষ সুন্দর পোশাক পরে মূল মিছিলকে অনুসরণ করে।
সমগ্র অনুষ্ঠানের মধ্যে থাকে শ্রদ্ধা ভক্তি এবং উৎসবমুখর ভাবগম্ভীর পরিবেশ। অনেক তীর্থযাত্রী সংগীত, যন্ত্র সংগীত এবং ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের গাম্ভীর্য বাড়িয়ে তোলে। সঙ্গে থাকে ধূপের বৈচিত্র্যপূর্ণ সুরভি।
(চলবে)
ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৪৮)
Sarakhon Report 



















