১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ফারিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার: ‘হোয়াইট-কলার’ সন্ত্রাস চক্রে সাতজন গ্রেপ্তার লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, আহত ২১, দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে দুই ঘণ্টা সোনেহরি মসজিদ পার্কিংয়ে ছিল হুন্ডাই গাড়িটি মার্কিন শুল্কের ধাক্কা সামাল দিতে নতুন বাজারে নজর: রপ্তানি বৈচিত্র্যে রাশিয়া সফরে ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিল বিটিটিসি গ্রেফতারের তিন দিন পর স্ত্রী ও নবজাতকের মৃত্যু, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় ছাত্রলীগ নেতা ফুলবাড়িয়ায় বাসে আগুন, চালক পুড়ে নিহত মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে মুখোশধারী চালককে দেখা গেল সিসিটিভিতে

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৫)

  • Sarakhon Report
  • ০৫:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • 60

প্রদীপ কুমার মজুমদার

অঙ্গ-৬, ব্যবহার দেখতে পাওয়া যায় ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে, মহাভাস্করীয়তে, শিল্পধীবৃদ্ধিতন্ত্রে, গণিতসার সংগ্রহে, সিদ্ধান্ত শিরোমণিতে, আলবিরূণীর তালিকায় এবং অন্যান্য গ্রন্থে।

তর্ক-৬, ব্যবহার করা হয়েছে গণিতসার সংগ্রহে।কোশ-৬, ব্যবহার করা হয়েছে চম্পালিপিতে। যেমন, বলা যেতে পারে এখানে কোশখভূধর = ৭০৬, কোশনবর্ত্ত, ৬৯৬ এবং কোশগমুনি ৭৭৬ ধরা হয়েছে।আনন্দ-৬, চম্পালিপিতে দেখতে পাওয়া যায়।

সাত-৭, শৈল, পুরাণে মহেন্দ্র, মলয়, সহা, শক্তিমান, ঋক্ষ, বিন্ধ্য, পারিপাত্র নামে সাতটি পর্ব্বতের কথা বলা হয়েছে। সেইজন্য শৈল- ৭ ধরা হয়।মুনি-৭, ধরা হয়। কারণ আমাদের শাস্ত্রে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলন্ত, পুলহ, ক্রতু, বশিষ্ট নামে সপ্ত ঋষির উল্লেখ আছে।

অবশ্য কেউ কেউ সপ্ত ঋষি বলতে কাপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, জমদগ্নি ও ভরদ্বাজের কথাই বলে থাকেন। যাই হোক সপ্তঋষি বা মুনি থেকেই মুনি ৭ ধরা হয়ে থাকে।

সূর্যরখে সাতটি ঘোড়া সংযোজন থাকে বলে অশ্ব-৭ ধরা হয়। জৈনরা জীব, অজীব, আস্রব, বন্ধ, সংবর, নির্জর ও মোক্ষ এই সাতটি নীতি মেনে চলেন বলে তত্ত্ব-৭ ধরা হয়ে থাকে। পুরাণে পৃথিবীকে জম্বু, পক্ষ, শান্মলী, কুশ, ক্রোঞ্চ, শাক ও পৌষ্কর এই সাতটি ভাগে ভাগ করার জন্য দ্বীপ-৭ ধরা হয়ে থাকে।

মানবদেহে প্রধান আকর সাতটি। সেইজন্য ধাতু-৭ ধরা হয়ে থাকে। রাজারা সাতটি আসক্তিকে মুণ্য করবেন বলে আমাদের প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে। সেইহেতু ব্যসন ৭ ধরা হয়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৪)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৪)

জনপ্রিয় সংবাদ

ফারিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার: ‘হোয়াইট-কলার’ সন্ত্রাস চক্রে সাতজন গ্রেপ্তার

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৫)

০৫:৫১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

প্রদীপ কুমার মজুমদার

অঙ্গ-৬, ব্যবহার দেখতে পাওয়া যায় ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে, মহাভাস্করীয়তে, শিল্পধীবৃদ্ধিতন্ত্রে, গণিতসার সংগ্রহে, সিদ্ধান্ত শিরোমণিতে, আলবিরূণীর তালিকায় এবং অন্যান্য গ্রন্থে।

তর্ক-৬, ব্যবহার করা হয়েছে গণিতসার সংগ্রহে।কোশ-৬, ব্যবহার করা হয়েছে চম্পালিপিতে। যেমন, বলা যেতে পারে এখানে কোশখভূধর = ৭০৬, কোশনবর্ত্ত, ৬৯৬ এবং কোশগমুনি ৭৭৬ ধরা হয়েছে।আনন্দ-৬, চম্পালিপিতে দেখতে পাওয়া যায়।

সাত-৭, শৈল, পুরাণে মহেন্দ্র, মলয়, সহা, শক্তিমান, ঋক্ষ, বিন্ধ্য, পারিপাত্র নামে সাতটি পর্ব্বতের কথা বলা হয়েছে। সেইজন্য শৈল- ৭ ধরা হয়।মুনি-৭, ধরা হয়। কারণ আমাদের শাস্ত্রে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলন্ত, পুলহ, ক্রতু, বশিষ্ট নামে সপ্ত ঋষির উল্লেখ আছে।

অবশ্য কেউ কেউ সপ্ত ঋষি বলতে কাপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, জমদগ্নি ও ভরদ্বাজের কথাই বলে থাকেন। যাই হোক সপ্তঋষি বা মুনি থেকেই মুনি ৭ ধরা হয়ে থাকে।

সূর্যরখে সাতটি ঘোড়া সংযোজন থাকে বলে অশ্ব-৭ ধরা হয়। জৈনরা জীব, অজীব, আস্রব, বন্ধ, সংবর, নির্জর ও মোক্ষ এই সাতটি নীতি মেনে চলেন বলে তত্ত্ব-৭ ধরা হয়ে থাকে। পুরাণে পৃথিবীকে জম্বু, পক্ষ, শান্মলী, কুশ, ক্রোঞ্চ, শাক ও পৌষ্কর এই সাতটি ভাগে ভাগ করার জন্য দ্বীপ-৭ ধরা হয়ে থাকে।

মানবদেহে প্রধান আকর সাতটি। সেইজন্য ধাতু-৭ ধরা হয়ে থাকে। রাজারা সাতটি আসক্তিকে মুণ্য করবেন বলে আমাদের প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে। সেইহেতু ব্যসন ৭ ধরা হয়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৪)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮৪)