সত্যেন্দ্রকুমার বসু
লোহার কবাট থেকে হিন্দুকুশ পর্বত পর্যন্ত প্রদেশ তুখার (তুষার) নামে পরিচিত ছিল। বন্ধু (oxus) নদী এই দেশের ভিতরে পূব থেকে পশ্চিমে প্রবাহিত। আগেই বলা হয়েছে, তুরফান থেকে তুখার পর্যন্ত সমস্ত দেশের জন্যে পশ্চিম তুরুস্ক সম্রাটের একজন শাসনকর্তা ছিলেন।
এই শাসনকর্তার প্রধান আবাস ছিল বন্ধু নদীর দক্ষিণে, কুন্দুজে। হিউএনচাঙ ৬৩০ খৃস্টাব্দে যখন বন্ধুনদী পার হয়ে কুন্দুজে পৌঁছন, তখন শাসনকর্তা ছিলেন তুরুন্ত সম্রাটের এক ছেলে তারদুশাদ। ইনি আবার হিউএন-চাঙের পরিচিত তুরফান রাজের জামাতা কিংবা ভগ্নীপতি ছিলেন।
হিউএনচাঙ তারদুশাদের কাছে উপস্থিত হলেন তাঁর বাপের সংবাদ আর তুরফানরাজের সুপারিশ পত্র নিয়ে। তারদুশাদ হিউএনচাঙকে সাদরে অভ্যর্থনা করলেন আর তাঁর সঙ্গে নিজেও ভারতবর্ষে যাবেন স্থির করেছিলেন, কিন্তু তা হতে পারল না।
(চলবে)
Sarakhon Report 



















