চীন, রাশিয়া ও ইরান যৌথভাবে সব অবৈধ একতরফা নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানিয়েছে। শুক্রবার বেইজিংয়ে তিন দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকের পর এই ঘোষণা আসে।
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওসু বৈঠকে সভাপতিত্ব করেন। এতে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সেইভিচ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি অংশ নেন।
বৈঠক শেষে মা বলেন, তিন দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। এই প্রস্তাব ২০১৫ সালের পারমাণবিক চুক্তিকে সমর্থন করে।
তারা সব পক্ষকে উত্তেজনাকর পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
তিন দেশ পারমাণবিক অস্ত্র প্রসারণ প্রতিরোধ চুক্তি এনপিটির গুরুত্ব পুনরায় তুলে ধরে। এই চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করে।
চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ লক্ষ্য পুনর্ব্যক্ত করার প্রতিশ্রুতিকে স্বাগত জানায়। তারা ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেয়।
মা জানান, চীন নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং কূটনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবে।
ইরান ও রাশিয়া এই বৈঠকের আয়োজনের জন্য চীনের প্রচেষ্টাকে স্বীকৃতি ও প্রশংসা জানিয়েছে।
২০১৫ সালে ইরান ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে সরে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এর ফলে ইরান কিছু পারমাণবিক প্রতিশ্রুতি বাতিল করে।
সিএমজি বাংলা