সারাক্ষণ রিপোর্ট
আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা হাইকোর্ট বহাল রেখেছে। রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়া
দণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামি:
১.মেহেদী হাসান রাসেল (সাধারণ সম্পাদক, সিই বিভাগ)
২.মেহেদী হাসান রবিন (সাংগঠনিক সম্পাদক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
৩.অনিক সরকার অপু (তথ্য ও গবেষণা সম্পাদক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
৪.মনিরুজ্জামান মনির (সাহিত্য সম্পাদক, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং)
৫. মেফতাহুল ইসলাম জিয়ন (ক্রীড়া সম্পাদক, মেরিন ইঞ্জিনিয়ারিং)
৬. ইফতি মোশাররফ সকাল (উপসমাজসেবা সম্পাদক, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং)
৭. মুনতাসির আল জেমি (সদস্য, এমআই বিভাগ)
৮. মোজাহিদুর রহমান (সদস্য, ইইই বিভাগ)
৯. হোসেন মোহাম্মদ তোহা (সদস্য, এমই বিভাগ)
১০এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ)
১১. শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং)
১২. মাজেদুর রহমান মাজেদ (এমএমই বিভাগ)
১৩. তানভীর (মেকানিক্যাল)
১৪. মোর্শেদ-উজ-জামান মন্ডল (ইইই বিভাগ)
১৫. এস এম নাজমুস সাদাত (এমই বিভাগ)
১৬. মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ)
১৭. মিজানুর রহমান (ওয়াটার রিসোর্সেস বিভাগ)
১৮. শামছুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
১৯. মুজতবা রাফিদ (উপ-দপ্তর সম্পাদক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
২০. এসএম মাহামুদ সেতু (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫ আসামি:
১.মুহতাসিম ফুয়াদ (সহ-সভাপতি, সিই বিভাগ)
২.ইসতিয়াক আহমেদ মুন্না (গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, মেকানিক্যাল)
৩.অমিত সাহা (আইনবিষয়ক উপসম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং)
৪.আকাশ হোসেন (সিই বিভাগ)
৫. মোয়াজ আবু হোরায়রা (সিএসই বিভাগ)
রায়ের পটভূমি
আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি
Leave a Reply