সারাক্ষণ রিপোর্ট
আজ ৪২ বছরে পা দিল জাতীয় ছাত্র সমাজ—শিক্ষা, শান্তি, উন্নয়ন ও প্রগতির প্রতীক এই ছাত্র সংগঠনটি। এ উপলক্ষে আয়োজন করা হয় প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের।
শ্রদ্ধা ও দোয়ার আয়োজন
জাতীয় ছাত্র সমাজের এই বিশেষ দিনটিতে সংগঠনের নেতৃবৃন্দ পল্লীবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন—
- জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা গোলাম মোহাম্মদ রাজু
- ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল হামিদ ভাসানী
- ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান জুয়েল
- কেন্দ্রীয় সদস্য শাহ ইমরান হোসেন রিপন
- জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রেজা
- যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, মোহাম্মদ নয়ন, রিয়াজ শিকদার
- কেন্দ্রীয় সদস্য মীর জোবায়েত ও হোজাইফা রহমান প্রমুখ।
এই আয়োজনের মাধ্যমে নেতৃবৃন্দ জাতীয় ছাত্র সমাজের ঐতিহ্য ও প্রতিষ্ঠাতা পল্লীবন্ধুর প্রতি সম্মান প্রকাশ করেন।