মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :

জাপা নেতা নজরুল ইসলাম সরদারের চাচা’র মৃত্যুর সংবাদে জাতীয় পার্টির শোক

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬.১৫ পিএম

সারাক্ষণ রিপোর্টশোক বার্তা

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর উত্তর, খিলক্ষেত থানার আহ্বায়ক নজরুল ইসলাম সরদারের চাচা, সমাজসেবক ও সমাজউন্নয়নের জন্য পরিচিত ব্যক্তি, কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজে জমি দাতা, খিলক্ষেত বটতলা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লী ওহাব আলী সরদার, বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। সংবাদে তাঁকে স্মরণ করা হয়েছে “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন” বলে।

জাতীয় পার্টির শোক প্রকাশ

  • চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের:
    তিনি গভীর শোকে ওহাব আলী সরদারের জন্য শোক বার্তা প্রদান করে জানান, “মরহুম একজন শিক্ষানুরাগী ও উন্নত মনোভাবসম্পন্ন মানুষ ছিলেন। তিনি ঢাকার অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজ এলাকার মানুষের সেবায় নিবেদিত ছিলেন।” এছাড়া, কাদের বলেন এমন কর্মঠ ও মানবিক ব্যক্তির জন্য স্থানীয় মানুষের সরবরাহ খুব সহজে পূরণ করা যায় না এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
  • মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু:
    তিনি পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে পরিবারের অবস্থা ও শেষকৃত্য

মরহুম ওহাব আলী সরদার তার জীবনে ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়, স্বজন ও অনুগত মানুষ রেখে গেছেন। আজ বাদ মাগরিবে খিলক্ষেত বটতলা জামে মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমকে খিলক্ষেত পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

.

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024