মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭.৩১ পিএম

সারাক্ষণ রিপোর্ট

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হাতে নিরীহ ও নিরপরাধ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর চালানো গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি।

বিক্ষোভ মিছিলের আয়োজন ও রুট

মিছিলটি রাজধানীর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য

  • সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন
  • সঞ্চালনায় ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন

বক্তব্যে নেতারা ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার নিন্দা জানান এবং অবিলম্বে হামলা ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।

বিশেষ বক্তব্য রাখেন:

  • জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন

উপস্থিত নেতৃবৃন্দ

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:

  • প্রেসিডিয়াম সদস্য: জহিরুল আলম রুবেল
  • চেয়ারম্যানের উপদেষ্টা: মোঃ খলিলুর রহমান খলিল
  • সিনিয়র ভাইস চেয়ারম্যান: গোলাম মোহাম্মদ রাজু
  • ভাইস চেয়ারম্যান: এম এ সোবহানআক্তার হোসেন দেওয়ান
  • যুগ্ম মহাসচিব: এবিএম লিয়াকত হোসেন চাকলাদারজুবের আলম খান রবিন
  • সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান মিরু
  • সম্পাদকমণ্ডলীর সদস্য: আজহারুল ইসলাম সরকারহাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফমোড়ল জিয়াউর রহমাননজরুল ইসলামবাহাদুর ইসলাম ইমতিয়াজহুমায়ুন কবির শাওনইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদজায়েদুল ইসলাম জাহিদ
  • কেন্দ্রীয় নেতা: আবু নাসের বাদললায়ন ইমরানুল হক
  • মহানগর দক্ষিণ নেতা: আব্দুর রবহাজী আমানতুল্লাহমামুন মোল্লামোঃ সোহেলওদুদমামুনসেন্টুহাবিবরানাজলিলবাবলামনির
  • সাবেক যুবনেতা: মর্তুজা আহমেদ চৌধূরী
  • চট্টগ্রাম মহানগর সভাপতি: জহুরুল ইসলাম রেজা
  • স্বেচ্ছাসেবক নেতা: জিয়াউর রহমান বিপুলশাহজাদা নীরবমুনকার নাকির তিনুনইকবালইয়াসিন আরাফাতলিটনরিপনকামাল আহমেদবিপ্লব হোসেন
  • তরুণ পার্টি নেতা: মশিউর রহমান মামুনমাহবুবুল আলমরুহুল আমিন
  • মটর শ্রমিক পার্টির নেতা: আবদুর রহিমশেখ নান্নু
    এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা অবিলম্বে বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ দাবি করেন এবং ফিলিস্তিনের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024