১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
মেগান লাউ—দর্শনশাস্ত্রের শিক্ষার্থী থেকে ‘হাউস অব ড্যান্সিং ওয়াটার’-এর আকাশচারী নায়িকা সুদানের জ্বালানি পুনর্গঠনে রাশিয়া—যুদ্ধোত্তর পুনরুদ্ধারে মস্কো প্রধান অংশীদার হতে পারে আফগানিস্তানে মাদকবিরোধী কঠোর অভিযান—আসক্তি, ধর্মীয় উপদেশ ও পুনর্বাসনের নতুন বাস্তবতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪৩) অফিসে ফিরছে ওয়াই-টু-কে ফ্যাশন—জেন জেডের হাতে ড্রেস কোডের বদল মানসিক রোগের ভাইরাস কোথা থেকে আসছে হোক্কাইদোতে স্যামন রোর দাম চড়া—ধরা কম, খরচ বেশি জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২ জন গণতন্ত্রের অধঃপতন ও ইতিহাসের উল্টোদিক—“স্বাধীনতার আত্মা” আবার জাগ্রত করার আহ্বান

জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রকল্পে বিনিয়োগ না করার আহ্বান

  • Sarakhon Report
  • ০৫:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • 49

সারাক্ষণ রিপোর্ট

পরিবেশ সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রকল্পে বিনিয়োগ না করার আহ্বান জানিয়ে কর্নফুলী মৌজায় প্রতিবাদ সভা করেছে। আইএসডিই বাংলাদেশক্লিন (Coastal Livelihood and Environmental Action Network) এবং বিডাব্লিউজিইডির যৌথ উদ্যোগে এডিবির ৫৮তম বার্ষিক সভার পূর্বে এই সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবাদ সভা

সভায় আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন তুলে ধরেনএডিবি গতকাল পর্যন্ত ২৮৮৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪.৮৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানীতে খরচ হয়েছে মোট টাকার ৮২.৯ শতাংশসৌরশক্তিতে মাত্র ২.৫৫ শতাংশআর বায়ুশক্তিতে কোনো টাকা ব্যয় হয়নি। প্রতি মেগাওয়াট জীবাশ্ম প্রকল্পে বিনিয়োগ হয় ২.০৪ মিলিয়ন ডলারযেখানে সৌরে তা মাত্র ০.৫১ মিলিয়ন ডলার।

খুলনার প্রকল্প ঝুঁকিতে

চট্টগ্রাম ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর জানানখুলনায় ১৫০ মেগাওয়াটের পুরাতন গ্যাস টারবাইন প্ল্যান্টকে ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেলে উন্নীত করতে এডিবি অতিরিক্ত ১০৪.১১ মিলিয়ন ডলার খরচ করেছে। সরকারও গত ১১ বছরে এই প্রকল্পে ১৮২৪ কোটি টাকা খরচ করেছে। তবু গ্যাস সরবরাহের নিশ্চয়তা না থাকায় প্রকল্পটি এখন কাজে লাগছে না। একইভাবেরূপসার ৮০০ মেগাওয়াট এলএনজি বিদ্যুৎকেন্দ্রও গ্যাসের অভাবে বন্ধ আছেফলে সরকারকে অপ্রয়োজনীয় ক্যাপাসিটি চার্জ সংগ্রহ করতে হতে পারে।

নবায়নযোগ্য জ্বালানীর গুরুত্ব

কর্ণফুলী উপজেলার তরুণ পরিবেশ কর্মী সিদরতুল মুনতাহা বলেন, “বিশ্ব যখন নবায়নযোগ্য শক্তির দিকে এগুচ্ছেএডিবির জীবাশ্ম জ্বালানী বিনিয়োগ জলবায়ু সংকটকে তীব্র করছেযা বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিপদজনক।” কর্ণফুলী উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি আরও যোগ করেনটেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য এনার্জিতে বেশি মনোযোগ দিতে হবেকেননা জীবাশ্ম জ্বালানীতে নির্ভরতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়পরিবেশ এবং সমাজকেও দীর্ঘমেয়াদে আঘাত করে।

ভবিষ্যৎ কর্মসূচি

সংগঠনগুলো জানিয়েছেএডিবির বার্ষিক সভার আগে বাংলাদেশসহ অন্যান্য দেশে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত থাকবেযাতে এডিবি ও অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো তাদের বিনিয়োগ নীতিতে জলবায়ু ন্যায্যতা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেয়।

আলোচনায় অংশগ্রহণকারী

আইএসডিই বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা রইসুল ইসলামস্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের মেন্টর রাসেল উদ্দীনযুব ক্যাব কর্ণফুলী সভাপতি আরফিন সুমনজহির উদ্দীন হিমেলসাজ্জাদ হোসেন রনিডলি আক্তারইমতিয়াজ হোসেন মিরাজসাদিয়া জাহান সিথীজাহেদুল ইসলাম ও মুহিবুল ইসলাম মুহিব প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

মেগান লাউ—দর্শনশাস্ত্রের শিক্ষার্থী থেকে ‘হাউস অব ড্যান্সিং ওয়াটার’-এর আকাশচারী নায়িকা

জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রকল্পে বিনিয়োগ না করার আহ্বান

০৫:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সারাক্ষণ রিপোর্ট

পরিবেশ সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) জীবাশ্ম জ্বালানীভিত্তিক প্রকল্পে বিনিয়োগ না করার আহ্বান জানিয়ে কর্নফুলী মৌজায় প্রতিবাদ সভা করেছে। আইএসডিই বাংলাদেশক্লিন (Coastal Livelihood and Environmental Action Network) এবং বিডাব্লিউজিইডির যৌথ উদ্যোগে এডিবির ৫৮তম বার্ষিক সভার পূর্বে এই সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবাদ সভা

সভায় আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন তুলে ধরেনএডিবি গতকাল পর্যন্ত ২৮৮৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪.৮৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানীতে খরচ হয়েছে মোট টাকার ৮২.৯ শতাংশসৌরশক্তিতে মাত্র ২.৫৫ শতাংশআর বায়ুশক্তিতে কোনো টাকা ব্যয় হয়নি। প্রতি মেগাওয়াট জীবাশ্ম প্রকল্পে বিনিয়োগ হয় ২.০৪ মিলিয়ন ডলারযেখানে সৌরে তা মাত্র ০.৫১ মিলিয়ন ডলার।

খুলনার প্রকল্প ঝুঁকিতে

চট্টগ্রাম ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর জানানখুলনায় ১৫০ মেগাওয়াটের পুরাতন গ্যাস টারবাইন প্ল্যান্টকে ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেলে উন্নীত করতে এডিবি অতিরিক্ত ১০৪.১১ মিলিয়ন ডলার খরচ করেছে। সরকারও গত ১১ বছরে এই প্রকল্পে ১৮২৪ কোটি টাকা খরচ করেছে। তবু গ্যাস সরবরাহের নিশ্চয়তা না থাকায় প্রকল্পটি এখন কাজে লাগছে না। একইভাবেরূপসার ৮০০ মেগাওয়াট এলএনজি বিদ্যুৎকেন্দ্রও গ্যাসের অভাবে বন্ধ আছেফলে সরকারকে অপ্রয়োজনীয় ক্যাপাসিটি চার্জ সংগ্রহ করতে হতে পারে।

নবায়নযোগ্য জ্বালানীর গুরুত্ব

কর্ণফুলী উপজেলার তরুণ পরিবেশ কর্মী সিদরতুল মুনতাহা বলেন, “বিশ্ব যখন নবায়নযোগ্য শক্তির দিকে এগুচ্ছেএডিবির জীবাশ্ম জ্বালানী বিনিয়োগ জলবায়ু সংকটকে তীব্র করছেযা বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিপদজনক।” কর্ণফুলী উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি আরও যোগ করেনটেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য এনার্জিতে বেশি মনোযোগ দিতে হবেকেননা জীবাশ্ম জ্বালানীতে নির্ভরতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়পরিবেশ এবং সমাজকেও দীর্ঘমেয়াদে আঘাত করে।

ভবিষ্যৎ কর্মসূচি

সংগঠনগুলো জানিয়েছেএডিবির বার্ষিক সভার আগে বাংলাদেশসহ অন্যান্য দেশে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিবাদী কার্যক্রম অব্যাহত থাকবেযাতে এডিবি ও অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো তাদের বিনিয়োগ নীতিতে জলবায়ু ন্যায্যতা ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেয়।

আলোচনায় অংশগ্রহণকারী

আইএসডিই বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা রইসুল ইসলামস্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের মেন্টর রাসেল উদ্দীনযুব ক্যাব কর্ণফুলী সভাপতি আরফিন সুমনজহির উদ্দীন হিমেলসাজ্জাদ হোসেন রনিডলি আক্তারইমতিয়াজ হোসেন মিরাজসাদিয়া জাহান সিথীজাহেদুল ইসলাম ও মুহিবুল ইসলাম মুহিব প্রমুখ বক্তব্য রাখেন।