০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

হিউএনচাঙ (পর্ব-৮০)

  • Sarakhon Report
  • ০৯:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • 81

সত্যেন্দ্রকুমার বসু

হর্ষবর্ধন যে কেবল পরাক্রমশীল নৃপতি ছিলেন তাই নয়। তিনি নিজে বিদ্বান গুণী ও সংস্কৃতিবান ছিলেন। তাঁর রচিত তিনখানা উপাদেয় নাটক ‘রত্নাবলী’, ‘নাগানন্দ’ ও ‘প্রিয়দর্শিকা’ আজও আছে। তামার ফলকে তাঁর স্বহস্তলিখিত যে স্বাক্ষর পাওয়া গিয়েছে তাতে দেখা যায় তাঁর হস্তলিপি কী চমৎকার ছিল।

নানা ধর্মমতের বিচারে তাঁর ও তাঁর ভগ্নী রাজ্যশ্রীর আগ্রহ ছিল, এ কথা প্রত্যক্ষদর্শী হিউএন-‘চাঙের বিবরণেই জানা যায়। তিনি গুণী ব্যক্তিদের তাঁর সভায় আমন্ত্রণ করতে ভালবাসতেন।

হিউএনচাঙ, আর ‘কাদম্বরী’ ও ‘হর্ষ-চরিত’ প্রণেতা বাণ-কবি, এই দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ থাকায় হর্ষবর্ধন সম্বন্ধে অনেক কথাই আমরা জানতে পারি। অবশ্য, এই দুইজনেই হর্ষের পরম মিত্র, আশ্রিত ও অনুগ্রহভাজন হওয়ায় কোনো

হর্ষবর্ধনের স্বাক্ষর

কোনো বিষয়ে এঁদের বিবরণ (যথা হর্ষের শত্রু শশাঙ্ক সম্বন্ধে কিম্বদন্তীগুলি) কিছু পক্ষপাতিত্বদুষ্ট হওয়া অসম্ভব নয়।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-৭৯)

হিউএনচাঙ (পর্ব-৭৯)

হিউএনচাঙ (পর্ব-৮০)

০৯:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

সত্যেন্দ্রকুমার বসু

হর্ষবর্ধন যে কেবল পরাক্রমশীল নৃপতি ছিলেন তাই নয়। তিনি নিজে বিদ্বান গুণী ও সংস্কৃতিবান ছিলেন। তাঁর রচিত তিনখানা উপাদেয় নাটক ‘রত্নাবলী’, ‘নাগানন্দ’ ও ‘প্রিয়দর্শিকা’ আজও আছে। তামার ফলকে তাঁর স্বহস্তলিখিত যে স্বাক্ষর পাওয়া গিয়েছে তাতে দেখা যায় তাঁর হস্তলিপি কী চমৎকার ছিল।

নানা ধর্মমতের বিচারে তাঁর ও তাঁর ভগ্নী রাজ্যশ্রীর আগ্রহ ছিল, এ কথা প্রত্যক্ষদর্শী হিউএন-‘চাঙের বিবরণেই জানা যায়। তিনি গুণী ব্যক্তিদের তাঁর সভায় আমন্ত্রণ করতে ভালবাসতেন।

হিউএনচাঙ, আর ‘কাদম্বরী’ ও ‘হর্ষ-চরিত’ প্রণেতা বাণ-কবি, এই দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ থাকায় হর্ষবর্ধন সম্বন্ধে অনেক কথাই আমরা জানতে পারি। অবশ্য, এই দুইজনেই হর্ষের পরম মিত্র, আশ্রিত ও অনুগ্রহভাজন হওয়ায় কোনো

হর্ষবর্ধনের স্বাক্ষর

কোনো বিষয়ে এঁদের বিবরণ (যথা হর্ষের শত্রু শশাঙ্ক সম্বন্ধে কিম্বদন্তীগুলি) কিছু পক্ষপাতিত্বদুষ্ট হওয়া অসম্ভব নয়।

(চলবে)

হিউএনচাঙ (পর্ব-৭৯)

হিউএনচাঙ (পর্ব-৭৯)