১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল ওয়ার্নার ব্রস অধিগ্রহণে প্যারামাউন্টের শত্রুভাবাপন্ন উদ্যোগ, কাঁপছে এশিয়ার স্ট্রিমিং বাজারও টেলেঙ্গানায় ৩ বিলিয়ন ডলার ঢালছে ভিয়েতনামের ভিংগ্রুপ, গড়বে স্মার্ট সবুজ নগর বেন অ্যান্ড জেরিস বোর্ডে অস্থিরতা: ইউনিলিভারের চাপের মধ্যেও সরে যাওয়ার ইচ্ছা নেই অনুরাধা মিত্তলের নাইজেরিয়ায় ধান–মকাই–গমের দামে ধস: কোটি কোটি নাইরা ক্ষতিতে কৃষকেরা শুষ্ক মৌসুমের চাষে অনাগ্রহ মিশরের ইডেক্স অস্ত্র প্রদর্শনীতে ড্রোন দখলে বিশ্ব কোম্পানিগুলোর দৌড় চীনে এইচ২০০ চিপ বিক্রিতে ছাড়ের পথ, নভিডিয়াকে নতুন শর্ত দিল ওয়াশিংটন ঢাকার লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা ঢাবি ভর্তি পরীক্ষা: চারুকলা অনুষদে মাত্র ১১ শতাংশ শিক্ষার্থীর উত্তীর্ণ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার, সরবরাহে থাকছে নিউট্রিঅ্যাগ্রো ওভারসিজ ওপি–সি প্রাইভেট লিমিটেড

ওভাল অফিস এখন ‘অ্যামবুশ অফিস’

  • Sarakhon Report
  • ০৫:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • 151

এক সময় ওভাল অফিসে নিমন্ত্রণ ছিল বিশ্বনেতাদের জন্য সম্মানের শীর্ষস্থল। কিন্তু ৭৮‑বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সেটিই রূপ নিয়েছে উত্তপ্ত রাজনৈতিক ফাঁদে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যেখানে স্বল্পমেয়াদি ফটো সেশন হতোসেখানে ট্রাম্প ঘণ্টাব্যাপী টেলিভিশন সরাসরি সম্প্রচারে অতিথিদের স্নায়ুযুদ্ধে ফেলছেন।

জেলেনস্কি‑মুহূর্ত’ এড়ানোর দৌড়
এই প্রবণতা শুরু হয় ২৮ ফেব্রুয়ারিযখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াসংক্রান্ত বিতর্কে হঠাৎ টার্গেটে পরিণত হন। ট্রাম্পের রাশিয়া‑ঘেঁষা অবস্থান প্রকাশ পেয়ে লালমুখে তিনি জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেছিলেন। উপ‑রাষ্ট্রপতি জেডি ভ্যান্স উত্তেজনা বাড়ানযা অনেকেই দেখেন পূর্বপরিকল্পিত অ্যামবুশ’ হিসেবে। সেই থেকে বিশ্বের রাজনয়ীকরা জেলেনস্কি‑কাণ্ড’ এড়াতে মরিয়া।

রামাফোসার সাজানো সাক্ষাৎ
বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গলফার এরনি এলস ও রেটিফ গুসেনকে সঙ্গে নিয়ে ট্রাম্পের সামনে হাজির হনলক্ষ্য ছিল ট্রাম্পের তথাকথিত শ্বেত কৃষক গণহত্যা’ দাবি নরম করা। কিন্তু ট্রাম্প হঠাৎ আলো নিভিয়ে পাশের পর্দায় কৃষক মারো’ স্লোগানধারী ভিডিও চালিয়ে দেন। বিস্মিত হলেও রামাফোসা তুলনামূলক শান্ত থেকে যুক্তি তুলে ধরেনঅন্তত জেলেনস্কির মতো তাঁকে ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে হয়নি।

যাঁরা সামলে নিলেন
অনেকে ঘাম ছুটিয়েও বিপদ কাটিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১‑তম রাজ্য’ করার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা চার্লস তৃতীয়ের চিঠি দেখিয়ে ট্রাম্পকে আপ্লুত করেনআর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর ব্রোম্যান্স’ অব্যাহত রাখেন।

ঘনিষ্ঠরাও ধরাশায়ী
ট্রাম্পপন্থী নেতারা সাধারণত বাড়তি সুবিধা পান। উদাহরণস্বরূপএল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে মেগা‑কারাগারে অভিবাসী নেয়ার চুক্তি করে ওভাল অফিসে উষ্ণ অভ্যর্থনা পান। কিন্তু ঘনিষ্ঠরাও সব সময় নিরাপদ নন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় সফরে এসে হতবাক হনযখন ট্রাম্প হঠাৎ ইরানের সঙ্গে সরাসরি কথোপকথন শুরুর ঘোষণা দেন।

রিয়েলিটি শো রাষ্ট্রপতি
ট্রাম্প নিজের শাসনামলকে ক্রমেই রিয়েলিটি শো‑এর মতো মনে করছেন। জেলেনস্কি বৈঠকের পরই তিনি বলেছিলেন, ‘টেলিভিশনে দারুণ চলবে।’ রামাফোসা সাক্ষাতের পর উপদেষ্টা জেসন মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স‑এ একাধিক পর্দায় দৃশ্য দেখিয়ে লেখেন, ‘এটা এখন সারা বিশ্ব দেখছেরেটিংস সোনা!

ওভাল অফিসের সোনালি সাজে অতিথি বসার সোফা যেমন ঝলমলেপরিবেশটি ততটাই উত্তপ্ত ও অনিশ্চিত। আর আমন্ত্রণপত্র হাতে পেলেও এখন বিশ্বনেতারা জানেনহোয়াইট হাউসের সেই কক্ষটি স্নায়ুর ওপর কঠিন পরীক্ষা।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল

ওভাল অফিস এখন ‘অ্যামবুশ অফিস’

০৫:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

এক সময় ওভাল অফিসে নিমন্ত্রণ ছিল বিশ্বনেতাদের জন্য সম্মানের শীর্ষস্থল। কিন্তু ৭৮‑বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে সেটিই রূপ নিয়েছে উত্তপ্ত রাজনৈতিক ফাঁদে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যেখানে স্বল্পমেয়াদি ফটো সেশন হতোসেখানে ট্রাম্প ঘণ্টাব্যাপী টেলিভিশন সরাসরি সম্প্রচারে অতিথিদের স্নায়ুযুদ্ধে ফেলছেন।

জেলেনস্কি‑মুহূর্ত’ এড়ানোর দৌড়
এই প্রবণতা শুরু হয় ২৮ ফেব্রুয়ারিযখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াসংক্রান্ত বিতর্কে হঠাৎ টার্গেটে পরিণত হন। ট্রাম্পের রাশিয়া‑ঘেঁষা অবস্থান প্রকাশ পেয়ে লালমুখে তিনি জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেছিলেন। উপ‑রাষ্ট্রপতি জেডি ভ্যান্স উত্তেজনা বাড়ানযা অনেকেই দেখেন পূর্বপরিকল্পিত অ্যামবুশ’ হিসেবে। সেই থেকে বিশ্বের রাজনয়ীকরা জেলেনস্কি‑কাণ্ড’ এড়াতে মরিয়া।

রামাফোসার সাজানো সাক্ষাৎ
বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গলফার এরনি এলস ও রেটিফ গুসেনকে সঙ্গে নিয়ে ট্রাম্পের সামনে হাজির হনলক্ষ্য ছিল ট্রাম্পের তথাকথিত শ্বেত কৃষক গণহত্যা’ দাবি নরম করা। কিন্তু ট্রাম্প হঠাৎ আলো নিভিয়ে পাশের পর্দায় কৃষক মারো’ স্লোগানধারী ভিডিও চালিয়ে দেন। বিস্মিত হলেও রামাফোসা তুলনামূলক শান্ত থেকে যুক্তি তুলে ধরেনঅন্তত জেলেনস্কির মতো তাঁকে ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে হয়নি।

যাঁরা সামলে নিলেন
অনেকে ঘাম ছুটিয়েও বিপদ কাটিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১‑তম রাজ্য’ করার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা চার্লস তৃতীয়ের চিঠি দেখিয়ে ট্রাম্পকে আপ্লুত করেনআর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর ব্রোম্যান্স’ অব্যাহত রাখেন।

ঘনিষ্ঠরাও ধরাশায়ী
ট্রাম্পপন্থী নেতারা সাধারণত বাড়তি সুবিধা পান। উদাহরণস্বরূপএল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে মেগা‑কারাগারে অভিবাসী নেয়ার চুক্তি করে ওভাল অফিসে উষ্ণ অভ্যর্থনা পান। কিন্তু ঘনিষ্ঠরাও সব সময় নিরাপদ নন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় সফরে এসে হতবাক হনযখন ট্রাম্প হঠাৎ ইরানের সঙ্গে সরাসরি কথোপকথন শুরুর ঘোষণা দেন।

রিয়েলিটি শো রাষ্ট্রপতি
ট্রাম্প নিজের শাসনামলকে ক্রমেই রিয়েলিটি শো‑এর মতো মনে করছেন। জেলেনস্কি বৈঠকের পরই তিনি বলেছিলেন, ‘টেলিভিশনে দারুণ চলবে।’ রামাফোসা সাক্ষাতের পর উপদেষ্টা জেসন মিলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স‑এ একাধিক পর্দায় দৃশ্য দেখিয়ে লেখেন, ‘এটা এখন সারা বিশ্ব দেখছেরেটিংস সোনা!

ওভাল অফিসের সোনালি সাজে অতিথি বসার সোফা যেমন ঝলমলেপরিবেশটি ততটাই উত্তপ্ত ও অনিশ্চিত। আর আমন্ত্রণপত্র হাতে পেলেও এখন বিশ্বনেতারা জানেনহোয়াইট হাউসের সেই কক্ষটি স্নায়ুর ওপর কঠিন পরীক্ষা।