রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার গোহাইল বাড়িতে রোববার রাতে (২৭ জুলাই) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি। আহতরা হলেন মিন্টু (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। দুজনেই গার্মেন্টস শ্রমিক। স্থানীয়রা জানান, রাতের খাবার রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, বিস্ফোরণটি ঘটে রান্নাঘরে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার থেকে। এ ধরনের ঘটনা দেশে সাম্প্রতিক সময়ে বারবার ঘটছে। ২০২৫ সালে ইতিমধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে গাজীপুর, আফতাবনগর ও সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায়। এসব ঘটনায় মৃত্যুর পাশাপাশি অনেকে পুড়ে গুরুতর আহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের সিলিন্ডার, অযত্নে সংযোগ, যথাযথ নজরদারির অভাব এবং জনসচেতনতায় ঘাটতি—সব মিলিয়ে তৈরি হয়েছে একটি নীরব ঘরোয়া বিপর্যয়। পুনরায় সতর্কতা জারি করে কর্তৃপক্ষ বলছে, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করতে হবে এবং লাইসেন্সধারী সরবরাহকারীর কাছ থেকে কিনতে হবে। কিন্তু এখনো পর্যন্ত একটি জাতীয় তদারকি ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ এই ঝুঁকি থেকে নিরাপদ নয়।