০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৭) প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৪৪) পাঁচ হাজার ডলারের পথে সোনা, ২০২৬ সালেও ঊর্ধ্বগতি অব্যাহত থাকার আভাস জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা কমছে, ছয় মাসের মধ্যে দ্বিতীয় দফা কাটছাঁট স্বর্ণের দামে নতুন ইতিহাস, আউন্সপ্রতি ছাড়াল ৪৪০০ ডলার এনসিপি নেতাকে গুলি: নারী সঙ্গী পলাতক, ফ্ল্যাট থেকে মাদকসংশ্লিষ্ট আলামত উদ্ধার তারেক রহমানের দেশে ফেরা সামনে রেখে শঙ্কার কথা জানালেন মির্জা আব্বাস গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান তিন যুগ, তিন ফাইনাল, একই বাধা ভারত—সারফরাজের নামেই আবার পাকিস্তানের জয়গাথা

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৬)

খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ।

এ ঘটনা সম্পর্কে ঐ সময় যে কয়টি পথ কবিতার সন্ধান পেয়েছি সেগুলোর নাম ও ঢাকা প্রকাশে প্রকাশিত ভূমিকম্প সংক্রান্ত কিছু সংবাদ সংকলিত করছি। পথ কবিতায় পূর্ববঙ্গের ভূমিকম্প সম্পর্কে সামগ্রিকভাবে লেখা হয়েছে। ঢাকা প্রকাশে পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চল সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছিল সেগুলো সংকলিত হয়নি। পথ কবিতা তিনটি হলো-

১. গঙ্গাপ্রসাদ সাহা, ভয়ানক ভূমিকম্প। রামচন্দ্র অনন্ত কর্তৃক ময়মনসিংহের বাসন্তী যন্ত্রে মুদ্রিত। পৃ. ২৪। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০।
২. ভগবানচন্দ্র দাস, বিষাদ সম্বাদ। মুরারি মোহন বিশ্বাস কর্তৃক রাজশাহীর তমোঘ্র যন্ত্রে মুদ্রিত। পৃ. ১২৮। মূল্য: ৮ আনা। মুদ্রণ সংখ্যা ৮০০। ১৮৯৯।
৩. মোহাম্মদ রহিম বক্স, শোকার্ণব। শেখ আব্দুল জব্বার কর্তৃক বগুড়ার চৌধুরী প্রেসে মুদ্রিত। পৃ. ৭০। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০। ১৮৯৮।

সাধারণের প্রতিক্রিয়া কবিতাকারে ছাপা হয়েছিল পত্রিকায়। সেটি উদ্ধৃত করছি-

প্রেরিত পত্র !!!
আর কেহ দালানে বাস ক’র নারে ক’র না।
ভূমি কাঁপে দালান জতো কেঁপে কেপে ম’র না।

বড় সাধে দালান বেঁধে কর কত বাহানা; বড় সুখী মনে মনে যা ভেবেছ তাহা না। খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ। ভেবেছ না ভুলিয়াছ পাইয়া বহু সম্পদ।

গ্রাম ছেড়ে সহর ধরে বেশি সুখী হতে চাও: আহারে বিহারে সুখ অথচ টাকা বাচাও।
কিন্তু নাহি জান তোমা পেয়েছে কোন্ মোহ রোগ;

শহরে বসিয়া ভোগ কত রূপের দুর্ভোগ। বিধির অদৃষ্ট লিপি সাথে সাথে সদা ফিরে: যেখানে যা হবে তোমা করাবে তেমনি করে।

সুখ চেয়ে দুঃখ পাও, দুঃখীরাও সুখ পায়। শিখ নাকি দেখিয়া ঠেকিয়া বহু পায় পায়। অতএব সুখ আশা ছাড় ছাড় ভ্রাতৃগণ, শ্রী দুর্গাচরণে সদা নিজেকে কর মগন। তাঁহার নামের গুণে দুঃখ হতে পারে না। অনলে অনিলে জ্বলে কালে তাকে ধরে না।

(প্রেরিত স্বচ্ছ কোনো সম্ভ্রান্ত সুশিক্ষিত বৈদ্য বংশধরের একখানি পত্র প্রকাশ করা গেল। ইহাতে আমাদের মতের সঙ্গে সামান্য ভেদ পরিলক্ষিত হইবে তাহা আগামীতে বিবেচ্য।)

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)

 

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭৭)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৬)

০৭:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ।

এ ঘটনা সম্পর্কে ঐ সময় যে কয়টি পথ কবিতার সন্ধান পেয়েছি সেগুলোর নাম ও ঢাকা প্রকাশে প্রকাশিত ভূমিকম্প সংক্রান্ত কিছু সংবাদ সংকলিত করছি। পথ কবিতায় পূর্ববঙ্গের ভূমিকম্প সম্পর্কে সামগ্রিকভাবে লেখা হয়েছে। ঢাকা প্রকাশে পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চল সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছিল সেগুলো সংকলিত হয়নি। পথ কবিতা তিনটি হলো-

১. গঙ্গাপ্রসাদ সাহা, ভয়ানক ভূমিকম্প। রামচন্দ্র অনন্ত কর্তৃক ময়মনসিংহের বাসন্তী যন্ত্রে মুদ্রিত। পৃ. ২৪। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০।
২. ভগবানচন্দ্র দাস, বিষাদ সম্বাদ। মুরারি মোহন বিশ্বাস কর্তৃক রাজশাহীর তমোঘ্র যন্ত্রে মুদ্রিত। পৃ. ১২৮। মূল্য: ৮ আনা। মুদ্রণ সংখ্যা ৮০০। ১৮৯৯।
৩. মোহাম্মদ রহিম বক্স, শোকার্ণব। শেখ আব্দুল জব্বার কর্তৃক বগুড়ার চৌধুরী প্রেসে মুদ্রিত। পৃ. ৭০। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০। ১৮৯৮।

সাধারণের প্রতিক্রিয়া কবিতাকারে ছাপা হয়েছিল পত্রিকায়। সেটি উদ্ধৃত করছি-

প্রেরিত পত্র !!!
আর কেহ দালানে বাস ক’র নারে ক’র না।
ভূমি কাঁপে দালান জতো কেঁপে কেপে ম’র না।

বড় সাধে দালান বেঁধে কর কত বাহানা; বড় সুখী মনে মনে যা ভেবেছ তাহা না। খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ। ভেবেছ না ভুলিয়াছ পাইয়া বহু সম্পদ।

গ্রাম ছেড়ে সহর ধরে বেশি সুখী হতে চাও: আহারে বিহারে সুখ অথচ টাকা বাচাও।
কিন্তু নাহি জান তোমা পেয়েছে কোন্ মোহ রোগ;

শহরে বসিয়া ভোগ কত রূপের দুর্ভোগ। বিধির অদৃষ্ট লিপি সাথে সাথে সদা ফিরে: যেখানে যা হবে তোমা করাবে তেমনি করে।

সুখ চেয়ে দুঃখ পাও, দুঃখীরাও সুখ পায়। শিখ নাকি দেখিয়া ঠেকিয়া বহু পায় পায়। অতএব সুখ আশা ছাড় ছাড় ভ্রাতৃগণ, শ্রী দুর্গাচরণে সদা নিজেকে কর মগন। তাঁহার নামের গুণে দুঃখ হতে পারে না। অনলে অনিলে জ্বলে কালে তাকে ধরে না।

(প্রেরিত স্বচ্ছ কোনো সম্ভ্রান্ত সুশিক্ষিত বৈদ্য বংশধরের একখানি পত্র প্রকাশ করা গেল। ইহাতে আমাদের মতের সঙ্গে সামান্য ভেদ পরিলক্ষিত হইবে তাহা আগামীতে বিবেচ্য।)

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)