০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা জোহরান মামদানির সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন? পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত: সপ্তাহ শেষে ডিএসই ও সিএসই লাল সূচকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৬)

খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ।

এ ঘটনা সম্পর্কে ঐ সময় যে কয়টি পথ কবিতার সন্ধান পেয়েছি সেগুলোর নাম ও ঢাকা প্রকাশে প্রকাশিত ভূমিকম্প সংক্রান্ত কিছু সংবাদ সংকলিত করছি। পথ কবিতায় পূর্ববঙ্গের ভূমিকম্প সম্পর্কে সামগ্রিকভাবে লেখা হয়েছে। ঢাকা প্রকাশে পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চল সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছিল সেগুলো সংকলিত হয়নি। পথ কবিতা তিনটি হলো-

১. গঙ্গাপ্রসাদ সাহা, ভয়ানক ভূমিকম্প। রামচন্দ্র অনন্ত কর্তৃক ময়মনসিংহের বাসন্তী যন্ত্রে মুদ্রিত। পৃ. ২৪। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০।
২. ভগবানচন্দ্র দাস, বিষাদ সম্বাদ। মুরারি মোহন বিশ্বাস কর্তৃক রাজশাহীর তমোঘ্র যন্ত্রে মুদ্রিত। পৃ. ১২৮। মূল্য: ৮ আনা। মুদ্রণ সংখ্যা ৮০০। ১৮৯৯।
৩. মোহাম্মদ রহিম বক্স, শোকার্ণব। শেখ আব্দুল জব্বার কর্তৃক বগুড়ার চৌধুরী প্রেসে মুদ্রিত। পৃ. ৭০। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০। ১৮৯৮।

সাধারণের প্রতিক্রিয়া কবিতাকারে ছাপা হয়েছিল পত্রিকায়। সেটি উদ্ধৃত করছি-

প্রেরিত পত্র !!!
আর কেহ দালানে বাস ক’র নারে ক’র না।
ভূমি কাঁপে দালান জতো কেঁপে কেপে ম’র না।

বড় সাধে দালান বেঁধে কর কত বাহানা; বড় সুখী মনে মনে যা ভেবেছ তাহা না। খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ। ভেবেছ না ভুলিয়াছ পাইয়া বহু সম্পদ।

গ্রাম ছেড়ে সহর ধরে বেশি সুখী হতে চাও: আহারে বিহারে সুখ অথচ টাকা বাচাও।
কিন্তু নাহি জান তোমা পেয়েছে কোন্ মোহ রোগ;

শহরে বসিয়া ভোগ কত রূপের দুর্ভোগ। বিধির অদৃষ্ট লিপি সাথে সাথে সদা ফিরে: যেখানে যা হবে তোমা করাবে তেমনি করে।

সুখ চেয়ে দুঃখ পাও, দুঃখীরাও সুখ পায়। শিখ নাকি দেখিয়া ঠেকিয়া বহু পায় পায়। অতএব সুখ আশা ছাড় ছাড় ভ্রাতৃগণ, শ্রী দুর্গাচরণে সদা নিজেকে কর মগন। তাঁহার নামের গুণে দুঃখ হতে পারে না। অনলে অনিলে জ্বলে কালে তাকে ধরে না।

(প্রেরিত স্বচ্ছ কোনো সম্ভ্রান্ত সুশিক্ষিত বৈদ্য বংশধরের একখানি পত্র প্রকাশ করা গেল। ইহাতে আমাদের মতের সঙ্গে সামান্য ভেদ পরিলক্ষিত হইবে তাহা আগামীতে বিবেচ্য।)

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)

 

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৬)

০৭:০০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ।

এ ঘটনা সম্পর্কে ঐ সময় যে কয়টি পথ কবিতার সন্ধান পেয়েছি সেগুলোর নাম ও ঢাকা প্রকাশে প্রকাশিত ভূমিকম্প সংক্রান্ত কিছু সংবাদ সংকলিত করছি। পথ কবিতায় পূর্ববঙ্গের ভূমিকম্প সম্পর্কে সামগ্রিকভাবে লেখা হয়েছে। ঢাকা প্রকাশে পূর্ববঙ্গের অন্যান্য অঞ্চল সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছিল সেগুলো সংকলিত হয়নি। পথ কবিতা তিনটি হলো-

১. গঙ্গাপ্রসাদ সাহা, ভয়ানক ভূমিকম্প। রামচন্দ্র অনন্ত কর্তৃক ময়মনসিংহের বাসন্তী যন্ত্রে মুদ্রিত। পৃ. ২৪। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০।
২. ভগবানচন্দ্র দাস, বিষাদ সম্বাদ। মুরারি মোহন বিশ্বাস কর্তৃক রাজশাহীর তমোঘ্র যন্ত্রে মুদ্রিত। পৃ. ১২৮। মূল্য: ৮ আনা। মুদ্রণ সংখ্যা ৮০০। ১৮৯৯।
৩. মোহাম্মদ রহিম বক্স, শোকার্ণব। শেখ আব্দুল জব্বার কর্তৃক বগুড়ার চৌধুরী প্রেসে মুদ্রিত। পৃ. ৭০। মূল্য: ৪ আনা। মুদ্রণ সংখ্যা ১০০০। ১৮৯৮।

সাধারণের প্রতিক্রিয়া কবিতাকারে ছাপা হয়েছিল পত্রিকায়। সেটি উদ্ধৃত করছি-

প্রেরিত পত্র !!!
আর কেহ দালানে বাস ক’র নারে ক’র না।
ভূমি কাঁপে দালান জতো কেঁপে কেপে ম’র না।

বড় সাধে দালান বেঁধে কর কত বাহানা; বড় সুখী মনে মনে যা ভেবেছ তাহা না। খড়ো ঘরে অগ্নিভয়, টীনের ঘরে তাপ: কাঠের ঘরে ঝঞ্চা বাত্যা, কোঠায় ভূমি কাঁপ; কার চেয়ে কোনটি বড় কোনটি বা নিরাপদ। ভেবেছ না ভুলিয়াছ পাইয়া বহু সম্পদ।

গ্রাম ছেড়ে সহর ধরে বেশি সুখী হতে চাও: আহারে বিহারে সুখ অথচ টাকা বাচাও।
কিন্তু নাহি জান তোমা পেয়েছে কোন্ মোহ রোগ;

শহরে বসিয়া ভোগ কত রূপের দুর্ভোগ। বিধির অদৃষ্ট লিপি সাথে সাথে সদা ফিরে: যেখানে যা হবে তোমা করাবে তেমনি করে।

সুখ চেয়ে দুঃখ পাও, দুঃখীরাও সুখ পায়। শিখ নাকি দেখিয়া ঠেকিয়া বহু পায় পায়। অতএব সুখ আশা ছাড় ছাড় ভ্রাতৃগণ, শ্রী দুর্গাচরণে সদা নিজেকে কর মগন। তাঁহার নামের গুণে দুঃখ হতে পারে না। অনলে অনিলে জ্বলে কালে তাকে ধরে না।

(প্রেরিত স্বচ্ছ কোনো সম্ভ্রান্ত সুশিক্ষিত বৈদ্য বংশধরের একখানি পত্র প্রকাশ করা গেল। ইহাতে আমাদের মতের সঙ্গে সামান্য ভেদ পরিলক্ষিত হইবে তাহা আগামীতে বিবেচ্য।)

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৮৫)