হোমনা-মেঘনা আসন পরিবর্তন করে মেঘনা-দাউদকান্দি ঘোষণা করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা রীট পিটিশনে হাইকোর্ট দুই সপ্তাহের রুল জারি করেছে। আদালত নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।
কুমিল্লার হোমনা-মেঘনা আসনকে আইনের ব্যত্যয় ঘটিয়ে পরিবর্তন করা হয়েছে অভিযোগ এনে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন বিএনপি ও নাগরিক সমাজের নেতারা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) হাইকোর্টের ৩০ নম্বর কোর্টে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রতি ২ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করেন।
রীট আবেদনকারীরা হলেন—হোমনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশীদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমান্ডার আব্বাসউদ্দিন আহমেদ এবং হোমনা-মেঘনা নাগরিক সমাজের আহ্বায়ক মো. আবুল বাশার। তাদের দাবি, নির্বাচন কমিশন আইন লঙ্ঘন করে হোমনা-মেঘনা আসনের পরিবর্তে মেঘনা-দাউদকান্দি আসন ঘোষণা করেছে।
আবেদনকারীদের পক্ষে রীট মামলা পরিচালনা করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল ও অ্যাডভোকেট মো. শাহিন মিয়া।