ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সদ্য ভর্তি হওয়া ছাত্র সরদার করিম প্রথম কয়েকদিন “ইংরেজি” ক্লাসে পাঠ গ্রহণ করেন
১৯৪১ সালের পূর্ব পর্যন্ত ব্রিটিশ ভারতেও কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। কিন্তু ১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জার্মানির যুদ্ধ ঘোষণার দরুণ সবকিছু ওলটপালট হয়ে যায়। কমিউনিস্টরা নাৎসী জার্মানির বিরুদ্ধে যুদ্ধে মিত্রবাহিনীর সঙ্গে একযোগে যুদ্ধ করার ঘোষণা দেয়। ফলে ব্রিটিশ-রাজকে ভারতের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হয়।
ঠিক একই সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি দখলদারি ব্রিটিশদের বিরুদ্ধে অসামরিক অসহযোগ আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের আরেকটি তীব্র অসন্তুষ্টি ছিল যে ব্রিটিশ-রাজ ভারতীয় বাহিনীকে ইচ্ছার বিরুদ্ধে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার রণাঙ্গণগুলোতে যুদ্ধ করতে পাঠাচ্ছে।
১৯৪২ সালের জুন মাসে আনাতোল ফার্স্ট লেফটেনান্ট হিসেবে মার্কিন বিমানবাহিনীর কমিশনপ্রাপ্ত হন। আনাতোল রুশ ভাষা জানতেন বলে প্রথম পোস্টিং দিয়ে তাঁকে আলাস্কায় পাঠানো হয়। কারণ, সেসময়ে, রুজভেল্ট। জালিন সমঝোতার ভিত্তিতে, “লেন্ডলীজ” প্রোগ্রামের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে আলাস্কা-রুটে যুদ্ধসামগ্রী ও সাপ্লাই পাঠাত- তাই সোভিয়েত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য রুশভাষী আনাতোল ছিলেন উপযুক্ত নির্বাচন।
১৯৪২ সালে প্রফেসর করিম দ্বিতীয় স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সদ্য ভর্তি হওয়া ছাত্র সরদার করিম প্রথম কয়েকদিন “ইংরেজি” ক্লাসে পাঠ গ্রহণ করেন, কিন্তু হরিদাস ভট্টাচার্য্যের মনোমুগ্ধকর দর্শনশাস্ত্রের কয়েকটি লেকচার শোনার পরে বইখাতাপত্রসমেত তাঁর ক্লাসে ট্রান্সফার হয়ে চলে আসেন। ১৯৪৫ সালে, যে বছর দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে, সেই বছর তিনি দর্শনশাস্ত্রে স্নাতক (বিএ অনার্স) পাশ করেন।
(চলবে)
নাঈম হক 



















