ভিড়ের চাপে মৃত্যুর মিছিল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএলের প্রথম শিরোপা জেতার আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত শিরোপা উদযাপনে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৩ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে ‘‘হৃদয়বিদারক’’ বলে মন্তব্য করেছেন।
ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা
পুলিশ জানিয়েছে, হাজার হাজার সমর্থক একসাথে প্রবেশ করতে চাইলে হুড়োহুড়ি শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও রাস্তায় ভিড় থাকায় অ্যাম্বুলেন্স চলাচলে বড় সমস্যা হয়। আলাদা এক ঘটনায় এক সমর্থক গেটে উঠতে গিয়ে পড়ে পা ভেঙে ফেলেন।
যদিও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল, জনস্রোত সামলানো যায়নি। কেউ কেউ গাছে উঠে বা ডালে বসে অনুষ্ঠান দেখতে চেয়েছিলেন। কর্ণাটক সরকার আগেই নিরাপত্তার কারণে শোভাযাত্রা বাতিল করেছিল।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ‘‘স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৫ হাজার হলেও উপস্থিত ছিলেন প্রায় ২ থেকে ৩ লাখ মানুষ।’’ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল প্রথমে পদদলিত হওয়ার খবর পাননি, পরে শোকবার্তা জানান। উপ-মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার বলেন, নিরাপত্তার জন্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছিল।
কোহলির দীর্ঘ প্রতীক্ষার অবসান
এই বিপর্যয়ের মধ্যেও রাতটি বিরাট কোহলির জন্য বিশেষ হয়ে ওঠে। আঠারো বছর আগে কিশোর বয়সে আরসিবিতে যোগ দেওয়া কোহলি অবশেষে পেলেন কাঙ্ক্ষিত আইপিএল শিরোপা। আবেগে ভিজে যান তিনি, স্ত্রী অনুষ্কা শর্মা ও সতীর্থদের আলিঙ্গনে ভেসে যান।
আরসিবির জন্য এটি আঠারো মৌসুমের অপেক্ষার জয়। কোহলি ম্যাচে করেন ৪৩ রান, গড়েন গুরুত্বপূর্ণ জুটি। আরসিবি তোলে ১৯০ রান এবং বোলাররা সেটি রক্ষা করে ৬ রানে শিরোপা নিশ্চিত করে।
বেঙ্গালুরুর সঙ্গে আবেগের বন্ধন
কোহলির সঙ্গে বেঙ্গালুরুর সম্পর্ক শুধু ক্রিকেট নয় — ব্যবসা ও ব্যক্তিগত জীবনেও তিনি শহরের সঙ্গে জড়িয়ে আছেন। অনুষ্কা শর্মারও পড়াশোনা এখানেই। এই আবেগী সম্পর্কই উদযাপনকে আরও বিশেষ করে তুলেছিল।
সংখ্যা ১৮ যেন কোহলির জীবনের অংশ — ১৮ বছর বয়সে আরসিবিতে যোগ, বাবাকে হারান ১৮ ডিসেম্বর, ভারতের হয়ে অভিষেক ১৮ আগস্টে, আর শিরোপা আসে মৌসুম ১৮-তে।
নতুন সূচনা
আইপিএলে এখন পর্যন্ত কোহলির সংগ্রহ ৮৬৬১ রান। তিনবার ফাইনাল খেলে ব্যর্থ হওয়ার পর এবার পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। এবারের মৌসুমে করেছেন ৬৫৭ রান, আটটি অর্ধশতক।
কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘‘এটি আমার দেখা অন্যতম সেরা মৌসুম।’’ কোহলিও জানালেন, অবসরের সময় এখনো আসেনি। ‘‘শেষ পর্যন্ত আমি সবকিছু দিতে চাই। এটাই আমি।’’