০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
১,৭১১ পণ্যের শুল্কমুক্ত সুবিধা—দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য কূটনীতিতে অগ্রগতি ট্রাম্প–তাকাইচির নতুন যুগের অঙ্গীকার আধুনিক শিল্পের দুই পথপ্রদর্শকের নতুন ব্যাখ্য – – -এক যুগল সংলাপের পুনর্নির্মাণ তাকাইচির সঙ্গে ট্রাম্পের বার্তা—চীনের আগ্রাসনের মুখে জোটের পুনর্জাগরণ ইউরোপের দুর্বলতা, মার্কিন বিশ্বাসযোগ্যতা ও নাতাশা পির্চ মুসারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য আশার মাঝেই রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য আশায় স্বর্ণের চাহিদা কমেছে চলচ্চিত্রের স্মৃতিতে জাগ্রত উপকূল শহর , সমুদ্র ও নস্টালজিয়া ভাস্কর্যগুলো বর্ণবাদের প্রতীক নয় ,আমেরিকার নতুন আত্মজিজ্ঞাসার আয়না। প্রযুক্তি শেয়ারে উত্থানের পর এশীয় বাজারে স্থিতি, সোনার দাম ছুঁয়েছে রেকর্ড

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-২৮)

  • Sarakhon Report
  • ১০:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • 69

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম


কৃষি শিল্প গোয়েন্দাগিরি : দারাক রিপোর্ট

প্রথমে যা চোখে পড়ে এবং ব্যাপারটি লক্ষণীয় যে নীল সম্পর্কে রিপোর্ট লেখার জন্য ফরাসী কর্তৃপক্ষ নির্বাচন করলেন পিয়ের-পল দারাককে এবং তাকে আবার লিখতে হবে বৃটিশ বঙ্গ সম্পর্কে। ফ্রান্স অধিকৃত ভারতে মোটামুটি সফল একটি নীল শিল্প বিরাজমান থাকা সত্ত্বেও ফরাসী পশ্চিম আফ্রিকায় একেবারে নতুন নীল শিল্প গড়ে তুলতে চাওয়ারই বা কারণ কি? ফরাসী অধিকৃত ভারতে নীল শিল্প নয় কেন?

দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণের যুদ্ধে পরাজিত হবার পর ফ্রান্স কোনো রকমে টিকে ছিল ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে পন্ডিচেরিতে। এখানে নীল চাষ হত মোটামুটিভাবে: পন্ডিচেরিতে ১৮২৪ সালে নীলের ক্ষেত ছিল ১৯টি। পন্ডিচেরির কোনো প্রশাসককে রিপোর্ট প্রণয়নে নিয়োগ করা হল না কেন? আমরা বঙ্গদেশে প্রণীত রিপোর্টটির ভিত্তিতে ফরাসী ভারতে নীলচাষের উন্নয়ন না করে ফরাসী আফ্রিকার উন্নত নীলচাষ করতে গেল কেন?

এর কারণ দু’টি। ফরাসী কর্তৃপক্ষের ধারণা পন্ডিচেরির নীল শিল্প একেবারে অকেজো না হলেও বাংলার প্রতিযোগিতার সামনে টিকে থাকতে হলে তার প্রয়োজন ছিল সংস্কার ও উন্নতির। কথাটা অন্যভাবে বললে পন্ডিচেরীর উদাহরণ অনুসরণযোগ্য নয়। তা ছাড়া ফরাসী অধিকৃত ভারতের নীল শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ কোনো পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না। প্রচলিত উৎপাদন পদ্ধতিতে কোনো রকম পরিবর্তন তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তার চেয়ে অনেক যুক্তিসঙ্গত হবে একেবারে নতুন করে বাংলার উদাহরণ গ্রহণ করা। তারা মনে করলেন একেবারে হালের বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কাজে লাগিয়ে নীল শিল্পকে নতুন একটা ভিত্তিভূমির উপর দাঁড় করাতে হবে।

পন্ডিচেরিতে নীল শিল্পের উন্নতির প্রধান অন্তরায় ছিল নীলকররা। সেখানে তাজা পাতা ব্যবহারের চাইতে তারা শুকনো পাতা ব্যবহার করতেন। অথচ বঙ্গদেশে নীল উৎপাদনের জন্য ব্যবহার করা হত তাজা পাতা। পন্ডিচেরির নীলকররা পাতা পরিবর্তনের অনিচ্ছুক ছিলেন। তা ছাড়া পন্ডিচেরিতে নীলকররা সবাই ভারতীয়, বঙ্গদেশের একেবারে বিপরীত।

জনপ্রিয় সংবাদ

১,৭১১ পণ্যের শুল্কমুক্ত সুবিধা—দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য কূটনীতিতে অগ্রগতি

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (পর্ব-২৮)

১০:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম


কৃষি শিল্প গোয়েন্দাগিরি : দারাক রিপোর্ট

প্রথমে যা চোখে পড়ে এবং ব্যাপারটি লক্ষণীয় যে নীল সম্পর্কে রিপোর্ট লেখার জন্য ফরাসী কর্তৃপক্ষ নির্বাচন করলেন পিয়ের-পল দারাককে এবং তাকে আবার লিখতে হবে বৃটিশ বঙ্গ সম্পর্কে। ফ্রান্স অধিকৃত ভারতে মোটামুটি সফল একটি নীল শিল্প বিরাজমান থাকা সত্ত্বেও ফরাসী পশ্চিম আফ্রিকায় একেবারে নতুন নীল শিল্প গড়ে তুলতে চাওয়ারই বা কারণ কি? ফরাসী অধিকৃত ভারতে নীল শিল্প নয় কেন?

দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণের যুদ্ধে পরাজিত হবার পর ফ্রান্স কোনো রকমে টিকে ছিল ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে পন্ডিচেরিতে। এখানে নীল চাষ হত মোটামুটিভাবে: পন্ডিচেরিতে ১৮২৪ সালে নীলের ক্ষেত ছিল ১৯টি। পন্ডিচেরির কোনো প্রশাসককে রিপোর্ট প্রণয়নে নিয়োগ করা হল না কেন? আমরা বঙ্গদেশে প্রণীত রিপোর্টটির ভিত্তিতে ফরাসী ভারতে নীলচাষের উন্নয়ন না করে ফরাসী আফ্রিকার উন্নত নীলচাষ করতে গেল কেন?

এর কারণ দু’টি। ফরাসী কর্তৃপক্ষের ধারণা পন্ডিচেরির নীল শিল্প একেবারে অকেজো না হলেও বাংলার প্রতিযোগিতার সামনে টিকে থাকতে হলে তার প্রয়োজন ছিল সংস্কার ও উন্নতির। কথাটা অন্যভাবে বললে পন্ডিচেরীর উদাহরণ অনুসরণযোগ্য নয়। তা ছাড়া ফরাসী অধিকৃত ভারতের নীল শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ কোনো পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না। প্রচলিত উৎপাদন পদ্ধতিতে কোনো রকম পরিবর্তন তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তার চেয়ে অনেক যুক্তিসঙ্গত হবে একেবারে নতুন করে বাংলার উদাহরণ গ্রহণ করা। তারা মনে করলেন একেবারে হালের বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কাজে লাগিয়ে নীল শিল্পকে নতুন একটা ভিত্তিভূমির উপর দাঁড় করাতে হবে।

পন্ডিচেরিতে নীল শিল্পের উন্নতির প্রধান অন্তরায় ছিল নীলকররা। সেখানে তাজা পাতা ব্যবহারের চাইতে তারা শুকনো পাতা ব্যবহার করতেন। অথচ বঙ্গদেশে নীল উৎপাদনের জন্য ব্যবহার করা হত তাজা পাতা। পন্ডিচেরির নীলকররা পাতা পরিবর্তনের অনিচ্ছুক ছিলেন। তা ছাড়া পন্ডিচেরিতে নীলকররা সবাই ভারতীয়, বঙ্গদেশের একেবারে বিপরীত।