০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

প্যারাগুয়েতে চিনি রপ্তানীর কনটেইনার থেকে ৪ টন কোকেন জব্দ 

  • Sarakhon Report
  • ০৪:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • 15

ডি ডব্লিউ

প্যারাগুয়ার এন্টি-ড্রাগ এজেন্সি সেনাদ রাজধানী আসুনসিয়নের একটি পোর্টে ৪,০১৩ কিলোগ্রাম নিষিদ্ধ কোকেন জব্দ করেছে বলে জানিয়েছে । কোকেন, চিনির বস্তার ভিতরে লুকিয়ে  বেলজিয়ামে চিনির একটি শিপমেন্টের ভিতরে লেুকিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় সংস্থাটি। উল্লেখ্য , ইউরোপে এমন ৪ মে. টনের উপরে কোকেনের বাজার দর প্রায় ২২০ মিলিয়ন ইউরো বা ২৪০ মিলিয়ন ডলার। সেনাদ মঙ্গলবার এক বিবৃতিতে এমন তথ্য জানায়। ল্যাটিন আমেরিকার দেশ কলাম্বিয়া, পেরু এবং বলিভিয়ার সবচেয়ে বড় কোকেন বাজার হলো ইউরোপ ও আমেরিকা।

 

শ্রমিকের অভাবে টোকিও এয়ারপোর্টে ড্রাইভারবিহীন কার্গো পরিবহন 

জাপান টাইমস

শ্রমিক সংকটের সমস্যা সমাধানে টোকিও’র হানেদা এয়ারপোর্ট কার্গো পরিবহনে ড্রাইভারবিহীন গাড়ি চালিয়ে পরীক্ষা করছে। এই মুহুর্তে প্রচুর পরিমানে পর্যটক জাপানে ভ্রমনের জন্যে আসছে তাই পর্যাপ্ত শ্রমিক না থাকায় এই ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। অল নিপ্পন এয়ারওয়েজ এবং টয়োটা ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই বিবৃতিতে জানায় যে,  এই ভেইকেলগুলো এয়ারপোর্টে ১৩ মে. টন  মালামাল  বহন করতে পারে। এই গাড়ি বিমান ও বিমান বিল্ডিং এর মধ্যে একসাথে ৬টি কনটেইনার বহন করতে পারে।

তাইওয়ান নিজেকে রক্ষার জন্যে প্রস্তুত

আরব নিউজ

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাই বুধবার বলেছেন, তার দেশ নিজেকে রক্ষার জন্যে আরো বেশী দায়িত্ব নিতে প্রস্তুতত আছে এবং ধীরে ধীরে দেশটি এর প্রতিরক্ষা খাতে ব্যায় বাড়াচ্ছে। চো সাবে্োমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যে প্রতিক্রিয়া জবাবদেওয়ার সময় এমন মন্তব্য করেন।

ট্রাম্পের দলীয়  মিটিংয়ের সামনে ছুরি হাতে কৃষ্ণাঙ্গ, গুলি করে মারল পুলিশ

ভারতীয় গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ সন্দেহভাজন এক  ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং বক্তব্যে অসঙ্গতি মিলতেই তল্লাশি চালালে তার ব্যাগে একটি একে-৪৭  খুঁজে পায়। দিন কয়েক আগে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক যুবক কিন্তু কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে সেই গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রাম্পের সভার সামনে ঘোরাফেরা করছিল আরেক যুবক। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের সামনে থেকে আটক করা হল এক সন্দেহভাজন ব্যক্তিকে। ধৃতের কাছে একে-৪৭ বন্দুক ছিল বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আরো এক যুবকের কাছে ছুরি পাওয়া যাওয়ায় এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবরে জানা গেছে।

 

ইসরাইলি হামলায় ৫৭ জনের প্রাণহানি

রয়টার্স

মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামাস-পরিচালিত যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাবাহিনীর দিনভর যুদ্ধে  ৫৭ জন নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।হামাস বলছে, এই মুহুর্তে আমেরিকা ও আরব নেতাদের মধ্যে  গাজায় একটি যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনাকে ইসরাইল নস্যাত করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত বোমা হামলা চালাচ্ছে।

প্যারাগুয়েতে চিনি রপ্তানীর কনটেইনার থেকে ৪ টন কোকেন জব্দ 

০৪:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

ডি ডব্লিউ

প্যারাগুয়ার এন্টি-ড্রাগ এজেন্সি সেনাদ রাজধানী আসুনসিয়নের একটি পোর্টে ৪,০১৩ কিলোগ্রাম নিষিদ্ধ কোকেন জব্দ করেছে বলে জানিয়েছে । কোকেন, চিনির বস্তার ভিতরে লুকিয়ে  বেলজিয়ামে চিনির একটি শিপমেন্টের ভিতরে লেুকিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় সংস্থাটি। উল্লেখ্য , ইউরোপে এমন ৪ মে. টনের উপরে কোকেনের বাজার দর প্রায় ২২০ মিলিয়ন ইউরো বা ২৪০ মিলিয়ন ডলার। সেনাদ মঙ্গলবার এক বিবৃতিতে এমন তথ্য জানায়। ল্যাটিন আমেরিকার দেশ কলাম্বিয়া, পেরু এবং বলিভিয়ার সবচেয়ে বড় কোকেন বাজার হলো ইউরোপ ও আমেরিকা।

 

শ্রমিকের অভাবে টোকিও এয়ারপোর্টে ড্রাইভারবিহীন কার্গো পরিবহন 

জাপান টাইমস

শ্রমিক সংকটের সমস্যা সমাধানে টোকিও’র হানেদা এয়ারপোর্ট কার্গো পরিবহনে ড্রাইভারবিহীন গাড়ি চালিয়ে পরীক্ষা করছে। এই মুহুর্তে প্রচুর পরিমানে পর্যটক জাপানে ভ্রমনের জন্যে আসছে তাই পর্যাপ্ত শ্রমিক না থাকায় এই ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। অল নিপ্পন এয়ারওয়েজ এবং টয়োটা ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই বিবৃতিতে জানায় যে,  এই ভেইকেলগুলো এয়ারপোর্টে ১৩ মে. টন  মালামাল  বহন করতে পারে। এই গাড়ি বিমান ও বিমান বিল্ডিং এর মধ্যে একসাথে ৬টি কনটেইনার বহন করতে পারে।

তাইওয়ান নিজেকে রক্ষার জন্যে প্রস্তুত

আরব নিউজ

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাই বুধবার বলেছেন, তার দেশ নিজেকে রক্ষার জন্যে আরো বেশী দায়িত্ব নিতে প্রস্তুতত আছে এবং ধীরে ধীরে দেশটি এর প্রতিরক্ষা খাতে ব্যায় বাড়াচ্ছে। চো সাবে্োমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যে প্রতিক্রিয়া জবাবদেওয়ার সময় এমন মন্তব্য করেন।

ট্রাম্পের দলীয়  মিটিংয়ের সামনে ছুরি হাতে কৃষ্ণাঙ্গ, গুলি করে মারল পুলিশ

ভারতীয় গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ সন্দেহভাজন এক  ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং বক্তব্যে অসঙ্গতি মিলতেই তল্লাশি চালালে তার ব্যাগে একটি একে-৪৭  খুঁজে পায়। দিন কয়েক আগে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক যুবক কিন্তু কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছে সেই গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রাম্পের সভার সামনে ঘোরাফেরা করছিল আরেক যুবক। রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের সামনে থেকে আটক করা হল এক সন্দেহভাজন ব্যক্তিকে। ধৃতের কাছে একে-৪৭ বন্দুক ছিল বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আরো এক যুবকের কাছে ছুরি পাওয়া যাওয়ায় এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবরে জানা গেছে।

 

ইসরাইলি হামলায় ৫৭ জনের প্রাণহানি

রয়টার্স

মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামাস-পরিচালিত যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাবাহিনীর দিনভর যুদ্ধে  ৫৭ জন নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।হামাস বলছে, এই মুহুর্তে আমেরিকা ও আরব নেতাদের মধ্যে  গাজায় একটি যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনাকে ইসরাইল নস্যাত করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত বোমা হামলা চালাচ্ছে।