সত্যেন্দ্রকুমার বসু
হামি -তুরফান কুচা
আধুনিক মানচিত্রে যে প্রদেশ সিকিয়াঙ বা চৈনিক তুর্কীস্থান বলে দেখানো হয়, তার উত্তরে পশ্চিমে ও দক্ষিণে দুর্ভেদ্য পর্বতমালা, আর ভিতরের সমস্ত দেশটায় ‘তল্লমকান্’ নামে এক প্রকাণ্ড ভয়ংকর মরুভূমি পুবে গোবি মরুভূমির সঙ্গে মিশে গিয়েছে।
এই মরুভূমিতে মানুযের বাস অসম্ভব। সীমান্তের পর্বতের তুযারনদীগুলি গ্রীষ্মকালে কিছু কিছু গ’লে গিয়ে ছোট ছোট নদীর উৎপত্তি হয়। এই নদীগুলি মরুভূমিতে পৌছেই শুকিয়ে যায়। কিন্তু যেখানে যেখানে নদীর আরম্ভ সেসব জায়গায়, পর্বতের পাদমূলে এক-একটা মরূদ্যান আর মানুষের বাস আছে।
মরুভূমির উত্তর সীমানায়, পূব থেকে আরম্ভ ক’রে এ মরূদ্যানগুলির আধুনিক নাম হামি, বরকল, তুরফান, উরুচি (আধুনিক রাজধানী), কারাসর, কুচা, আকসু, কাশগর। তার পর, পশ্চিম থেকে পুবে, মরুভূমির দক্ষিণ প্রান্তে, যথাক্রমে ইয়ারকান্ড, খোটান, কেরিয়া, নিয়া, চারচান, লপ, টুন্হুয়াও।
(চলবে)
Sarakhon Report 



















