০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫
অপূরণীয় ক্ষতি: লিভারপুল তারকা ডিয়োগো জোটার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু রুবিওর ছোট হয়ে যাওয়া জাতীয় নিরাপত্তা পরিষদ অপারেশন সিন্দুর: চার দিনের সংঘাতে ভারতের তিন প্রতিপক্ষ হিউএনচাঙ (পর্ব-১৩৯) আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে শেষ মুহূর্তের চাপ মানবে ভারত, দেখবে নিজস্ব স্বার্থ একজন প্রধান নির্বাচন কমিশনারের মৃত্যু কর্ণফুলী নদী: দুই শতকের ইতিহাস, জীববৈচিত্র্য ও ভবিষ্যতের টানেলে স্বপ্ন বাংলাদেশি শ্রমিক নিয়ে গড়া আইএসের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি মালয়েশিয়ার পুলিশের হোটেলে হামলা ও নারীদের হেনস্তার ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার, কী জানা যাচ্ছে সালমান শাহ: চার বছরের রাজত্বে অমর এক নায়ক

অ্যাপ-ভিত্তিকি রাইডশেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত চালকদের আইনি সুরক্ষা নিশ্চিতের দাবী

  • Sarakhon Report
  • ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 19

নিজস্ব প্রতিবেদক 

অ্যাপ-ভিত্তিকি রাইডশেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত চালকদের আইনি সুরক্ষা নিশ্চিত করণ, সারাদেশে হালকা যানবাহনে সংগঠিত ডাকাতি বন্ধসহ চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, যুগোপযোগী নীতিমালা প্রনয়ন ও মজুরী কাঠামো ঘোষনা দাবীতে বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর মানব বন্ধন ও স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার নিকট স্মারক লিপি পেশ।

আজ ০৯/০২/২০২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাব এর সামনে বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর আহবায়ক ও অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন এর সভাপতি জনাব বেলাল আহমেদ এর সভাপতিত্বে এক বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর মানব বন্ধন ও স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার নিকট স্মারক লিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত। কর্মসূচি সঞ্চালনা করেন অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন এর সাধরন সম্পাদক জনাব শেখ মোঃ মহসীন।

বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর সাথে কর্মসূচিতে অংশগ্রহন করেন অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ রাইড সার্ভিস ড্রাইভার্স ইউনিয়ন, বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদ, ঢাকা জেলা মাইক্রোবাস জীপ গাড়ি ও কার ভাড়ায় চালিত চালক শ্রমিক ইউনিয়ন, রাইডশেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, বাংলাদেশ গিগ ওয়ার্কারস এসোসিয়শেন।

কর্মসূচিতে বক্তারা নিম্নে উল্লেখিত বিষয় তুলে ধরেন ঃ রাইডশেয়ারিং সার্ভিস একটি ডিজিটাল প্লাটফর্ম। ডিজিটাল প্লাটফর্ম ইকোনমিতে সারা পৃথিবীতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ২য় অবস্থানে রয়েছে। এ সেক্টরটি বাংলাদশের জন্য একটি সম্ভাবনাময় সেক্টর। এ পেশার শ্রমজীবিগণ এখনও শ্রমিক হিসেবে স¦ীকৃতি পায়নি। এ প্লাটফর্মের শ্রমিকদের নেই কোন আইনি সুরক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, এমনকি কর্মের নিশ্চয়তা ও নিরাপত্তা। রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনাকারী কোম্পানীগুলোর অতি মুনাফালোভী ণীতি-নির্ধারন, উচ্চমাত্রায় কমিশন কর্তন, কোন প্রকার আইন সহায়তা প্রদান না করাসহ নানাবিধ কারনে আজ এ সার্ভিসটির অবস্থা অত্যন্ত নাজুক। এই সেক্টরের কর্মীরা রাত দিন কঠোর পরিশ্রম করে এ সার্ভিসের মান বৃদ্ধি করে দক্ষতা ও আন্তরিকতার সাথে এই শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে । বর্তমানে দ্রব্যমূলের উর্ধ্বগতি ও সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্ত করে নতুনভাবে নীতিমালা প্রনয়ন ও মজুরী কাঠামো ঘোষনা করা অপরিহার্য হয়ে পড়েছে বলে আমরা মনে করি। এহেন পরিস্থিথিতে এ সার্ভিসের মানউন্নয়নে ও এ পেশায় নিয়োজিত কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিশ্চিত করার পাশাপাশি এ সার্ভিসটিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠন ও জোটের সমন্বয়ে গঠিত বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ সাংবাদিক সম্মেলন, গনস্বাক্ষর কর্মসূচী, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃপক্ষ বরাবর আনুষ্ঠানিকভাবে গনস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান ও রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ এর সংস্কার/সংশোধনী প্রস্তাবনা প্রদান করে সরকারে কাছে যুগোপযোগী নীতিমালা প্রনয়ন ও মজুরী কমিশন গঠনের দাবী জানিয়ে আসছি।


বর্তমান সময়ে এ সেক্টরের নিয়োজিত পেশাজীবি কর্মীদের নিরাপত্তাহীনতা চরম আকার ধারন করেছে। সারাদেশে বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা ও মহাসড়কে পেশাজীবি চালকগণ তাদের যানবাহন ভাঙ্গচুর, ছিনতাই ও ডাকাতদলের কবলে পড়ে স্বর্বস্ব হাড়ানোর পাশাপাশি গুম ও খুনের স্বীকার হচ্ছেন। উল্লেখ্য যে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও উবার চালক আরমান হত্যাকান্ডের কোন বিচার এখনও হয়নি। এছাড়াও সম্প্রতি বিভিন্ন অযৌক্তিক ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলার কারণে এ পেশায় নিয়োজিত চালকগন হয়রানিসহ কারারুদ্ধ অবস্থায় আছেন।

উল্লেখযোগ্য ২টি মামলার বিবরণ নিম্নে দেওয়া হলোÑ
১। এস. এম. কামরুল হাসান – মামলা নং : ৪(৯)২৪, ধানমন্ডি মডেল থানা। বর্তমানে জামিনে মুক্ত কিন্তু এখনও মামলার মামলা নিষ্পত্তি হয়নি।
২। মো: রকি- মামলা নং-৩৯, ২৫-০১-২০২৫, রামপুরা থানা। মো: রকি বর্তমানে কারাগারে আছেন।

দাবী সমূহঃ
১) রাইডশেয়ারিং সার্ভিসে যুক্তথাকা উবার চালক মো: রকিকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।
২) রাইডশেয়ারিং সার্ভিসে যুক্তথাকা সকল চালকদের উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৩) সকল চালকদের হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে।
৪) রাইডশেয়ারিং সার্ভিসে নিয়োজিত চালকগনকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করত: শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
৫) ডিজিটাল প্লাটফর্ম ও রাইডশেয়ারিং সার্ভিসে নিয়োজিত কর্মীদের জন্য অবিলম্বে মজুরী কমিশন/বোর্ড গঠন করতে হবে।
৬) ডিজিটাল প্লাটফর্ম ও রাইডশেয়ারিং সার্ভিসে নিয়োজিত কর্মীদের প্রতিনিধি মজুরী কমিশন/বোর্ডের সদস্য করতে হবে।
৭) প্রতি বছর ১০% বাৎসরিক মজুরী বৃদ্ধি করতে হবে।
৮) রাইডশেয়ারিং সার্ভিসের ক্ষেত্রে কমিশন সর্বোচ্চ ১০% এর মধ্যে রাখতে হবে।
৯) ঢাকা, ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং মহাসড়কে ছিনতাই ও ডাকাতি বন্ধসহ চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানব বন্ধন ও স্মারক লিপি কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন এর সাধরন সম্পাদক জনাব নাহিদুল হাসান নয়ন, ঢাকা জেলা মাইক্রবাস জিপ গাড়ি ও কার ভাড়ায় চালিত চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ বাদল আহমেদ, বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরষদ এর সভাপতি সাগর মাহমুদ টিপু, বাংলাদেশ রাইড সার্ভিস ড্রাইভারস ইউনিয়ন এর সভাপতি ওয়ালি উমর, রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এর সহ সভাপতি জনাব মোস্তাক আহমেদ, অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন এর যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মারুফ, বাংলাদেশ গিগ ওয়ার্কার এসোসিয়েশন এর সভাপতি আল মামুন ও সাধরন সম্পাদক ফারজানা আক্তার মনি, সম্মিলিত শ্রমিক ফেডরেশন এর কার্যকারী সভাপতি আখি, সহ সভাপতি ইয়াহিয়া খান, যুগ্ন সাধারন সম্পাদক তারেক আহমেদ প্রমূখ।

মানব বন্ধন কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেন।

অপূরণীয় ক্ষতি: লিভারপুল তারকা ডিয়োগো জোটার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

অ্যাপ-ভিত্তিকি রাইডশেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত চালকদের আইনি সুরক্ষা নিশ্চিতের দাবী

০৫:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

অ্যাপ-ভিত্তিকি রাইডশেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত চালকদের আইনি সুরক্ষা নিশ্চিত করণ, সারাদেশে হালকা যানবাহনে সংগঠিত ডাকাতি বন্ধসহ চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, যুগোপযোগী নীতিমালা প্রনয়ন ও মজুরী কাঠামো ঘোষনা দাবীতে বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর মানব বন্ধন ও স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার নিকট স্মারক লিপি পেশ।

আজ ০৯/০২/২০২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় প্রেস ক্লাব এর সামনে বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর আহবায়ক ও অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন এর সভাপতি জনাব বেলাল আহমেদ এর সভাপতিত্বে এক বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর মানব বন্ধন ও স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার নিকট স্মারক লিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত। কর্মসূচি সঞ্চালনা করেন অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন এর সাধরন সম্পাদক জনাব শেখ মোঃ মহসীন।

বাচাঁও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এর সাথে কর্মসূচিতে অংশগ্রহন করেন অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ রাইড সার্ভিস ড্রাইভার্স ইউনিয়ন, বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদ, ঢাকা জেলা মাইক্রোবাস জীপ গাড়ি ও কার ভাড়ায় চালিত চালক শ্রমিক ইউনিয়ন, রাইডশেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন, বাংলাদেশ গিগ ওয়ার্কারস এসোসিয়শেন।

কর্মসূচিতে বক্তারা নিম্নে উল্লেখিত বিষয় তুলে ধরেন ঃ রাইডশেয়ারিং সার্ভিস একটি ডিজিটাল প্লাটফর্ম। ডিজিটাল প্লাটফর্ম ইকোনমিতে সারা পৃথিবীতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ২য় অবস্থানে রয়েছে। এ সেক্টরটি বাংলাদশের জন্য একটি সম্ভাবনাময় সেক্টর। এ পেশার শ্রমজীবিগণ এখনও শ্রমিক হিসেবে স¦ীকৃতি পায়নি। এ প্লাটফর্মের শ্রমিকদের নেই কোন আইনি সুরক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, এমনকি কর্মের নিশ্চয়তা ও নিরাপত্তা। রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনাকারী কোম্পানীগুলোর অতি মুনাফালোভী ণীতি-নির্ধারন, উচ্চমাত্রায় কমিশন কর্তন, কোন প্রকার আইন সহায়তা প্রদান না করাসহ নানাবিধ কারনে আজ এ সার্ভিসটির অবস্থা অত্যন্ত নাজুক। এই সেক্টরের কর্মীরা রাত দিন কঠোর পরিশ্রম করে এ সার্ভিসের মান বৃদ্ধি করে দক্ষতা ও আন্তরিকতার সাথে এই শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে । বর্তমানে দ্রব্যমূলের উর্ধ্বগতি ও সার্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইনে অন্তর্ভুক্ত করে নতুনভাবে নীতিমালা প্রনয়ন ও মজুরী কাঠামো ঘোষনা করা অপরিহার্য হয়ে পড়েছে বলে আমরা মনে করি। এহেন পরিস্থিথিতে এ সার্ভিসের মানউন্নয়নে ও এ পেশায় নিয়োজিত কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিশ্চিত করার পাশাপাশি এ সার্ভিসটিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠন ও জোটের সমন্বয়ে গঠিত বাঁচাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ সাংবাদিক সম্মেলন, গনস্বাক্ষর কর্মসূচী, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃপক্ষ বরাবর আনুষ্ঠানিকভাবে গনস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান ও রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ এর সংস্কার/সংশোধনী প্রস্তাবনা প্রদান করে সরকারে কাছে যুগোপযোগী নীতিমালা প্রনয়ন ও মজুরী কমিশন গঠনের দাবী জানিয়ে আসছি।


বর্তমান সময়ে এ সেক্টরের নিয়োজিত পেশাজীবি কর্মীদের নিরাপত্তাহীনতা চরম আকার ধারন করেছে। সারাদেশে বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা ও মহাসড়কে পেশাজীবি চালকগণ তাদের যানবাহন ভাঙ্গচুর, ছিনতাই ও ডাকাতদলের কবলে পড়ে স্বর্বস্ব হাড়ানোর পাশাপাশি গুম ও খুনের স্বীকার হচ্ছেন। উল্লেখ্য যে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও উবার চালক আরমান হত্যাকান্ডের কোন বিচার এখনও হয়নি। এছাড়াও সম্প্রতি বিভিন্ন অযৌক্তিক ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলার কারণে এ পেশায় নিয়োজিত চালকগন হয়রানিসহ কারারুদ্ধ অবস্থায় আছেন।

উল্লেখযোগ্য ২টি মামলার বিবরণ নিম্নে দেওয়া হলোÑ
১। এস. এম. কামরুল হাসান – মামলা নং : ৪(৯)২৪, ধানমন্ডি মডেল থানা। বর্তমানে জামিনে মুক্ত কিন্তু এখনও মামলার মামলা নিষ্পত্তি হয়নি।
২। মো: রকি- মামলা নং-৩৯, ২৫-০১-২০২৫, রামপুরা থানা। মো: রকি বর্তমানে কারাগারে আছেন।

দাবী সমূহঃ
১) রাইডশেয়ারিং সার্ভিসে যুক্তথাকা উবার চালক মো: রকিকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।
২) রাইডশেয়ারিং সার্ভিসে যুক্তথাকা সকল চালকদের উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৩) সকল চালকদের হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে।
৪) রাইডশেয়ারিং সার্ভিসে নিয়োজিত চালকগনকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করত: শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
৫) ডিজিটাল প্লাটফর্ম ও রাইডশেয়ারিং সার্ভিসে নিয়োজিত কর্মীদের জন্য অবিলম্বে মজুরী কমিশন/বোর্ড গঠন করতে হবে।
৬) ডিজিটাল প্লাটফর্ম ও রাইডশেয়ারিং সার্ভিসে নিয়োজিত কর্মীদের প্রতিনিধি মজুরী কমিশন/বোর্ডের সদস্য করতে হবে।
৭) প্রতি বছর ১০% বাৎসরিক মজুরী বৃদ্ধি করতে হবে।
৮) রাইডশেয়ারিং সার্ভিসের ক্ষেত্রে কমিশন সর্বোচ্চ ১০% এর মধ্যে রাখতে হবে।
৯) ঢাকা, ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং মহাসড়কে ছিনতাই ও ডাকাতি বন্ধসহ চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানব বন্ধন ও স্মারক লিপি কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন এর সাধরন সম্পাদক জনাব নাহিদুল হাসান নয়ন, ঢাকা জেলা মাইক্রবাস জিপ গাড়ি ও কার ভাড়ায় চালিত চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ বাদল আহমেদ, বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরষদ এর সভাপতি সাগর মাহমুদ টিপু, বাংলাদেশ রাইড সার্ভিস ড্রাইভারস ইউনিয়ন এর সভাপতি ওয়ালি উমর, রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এর সহ সভাপতি জনাব মোস্তাক আহমেদ, অ্যাপ-বেইজড্ ট্রান্সপোর্ট ইউনিয়ন এর যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মারুফ, বাংলাদেশ গিগ ওয়ার্কার এসোসিয়েশন এর সভাপতি আল মামুন ও সাধরন সম্পাদক ফারজানা আক্তার মনি, সম্মিলিত শ্রমিক ফেডরেশন এর কার্যকারী সভাপতি আখি, সহ সভাপতি ইয়াহিয়া খান, যুগ্ন সাধারন সম্পাদক তারেক আহমেদ প্রমূখ।

মানব বন্ধন কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেন।