ড. সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা সমাজ সভ্যতার বর্তমান চিহ্ন থেকে আরও কয়েকটি দর্শনীয় জিনিস লক্ষ্য করা যায়। তাঁর মধ্যে একটি খুবই জনপ্রিয়। নাম তার কোরিকানচা (The Coricancha)। কেচুয়া ভাষায় কোরিকানচার সহজ অর্থ হল স্বর্ণাঙ্গণ।
এইসঙ্গে থাকে মন্দির যার দেওয়াল সোনার পাত দিয়ে ঢাকা। শক্ত করে রূপো ও সোনার মূর্তি ও মিনার-এর মত কিছু নির্মাণ করা হয়। এই কোরিকানচা কার্যত ইনকাদের ধর্মাচারের কেন্দ্রীয়স্থল। এই মন্দিরের মধ্যেই মৃত ইনকাদের শরীর মমি করে রাখার ব্যবস্থা করা হয়।
প্রতিদিন এইসব পূর্বপূরুষের মমিদের খাবার ও পানীয় দেওয়া হয়। কারিকানচা মন্দিরের দেওয়াল পেরুর কয়েকটি সুন্দরতম দ্রষ্টব্যর অন্যতম। ভয়াবহ দুটি ভূমিকম্পেও এর কিছু ক্ষতি হয়নি।
(চলবে)