ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ধ্বংসাবশেষ সাকসেহুয়ামান
সাকসেহুয়ামান (Sacsayhuaman) হল ইনকা সভ্যতার এক বিরাট আশ্চর্যময় ধ্বংস চিহ্ন। বিরাট মূল প্রাসাদের এক পঞ্চমাংশ এখনও দেখা যায়। স্প্যানিশ আগন্তুকরা ইনকা দখলের পর কুজকো শহরে নিজেদের বাড়ি বানাবার জন্য দেয়ালের অনেক অংশ ভেঙ্গে নিয়েছিল। সাকসেহুয়ামান শব্দটির অর্থ হল ‘পরিতৃপ্ত বাজপাখি’।
যাকে পুমোর মাথা বলে ভাবা হয়। কুজকোকে বলা হয় শরীর (Body)। এখানে আঁকাবাঁকা দেওয়াল দিয়ে ঘেরা একটা দুর্গ আছে। এই দেওয়ালকে মনে করা হত পুমার ভয়ার্ত দাঁত। সাকসেহুয়ামানের আরও উত্তরে কেনকো (Qenko)-র নামে একটি জায়গা আছে।
এই কেনকোর অর্থ হল আঁকাবাঁকা (Zigzag)। এই বিরাট আকারের চুনা পাথরের পর্বতটির চারদিকে এলোমেলো সরু পথ দিয়ে ঘেরা। এই সরু গলিপথগুলির মধ্য দিয়ে বলির রক্ত ভেসে যেত বলে ইনকারা বিশ্বাস করে।
(চলবে)
ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫৮)
Sarakhon Report 



















