নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ থেকে বাদ পড়লো বাংলাদেশ।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
পুরো ৫০ ওভার ব্যাট করে বাংলাদেশ দল ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছে, জবাবে নিউজিল্যান্ড ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে, একই সাথে নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “প্রথম ১০ ওভার যেভাবে ব্যাট করেছি আমাদের আরও অনেক রান করা উচিৎ ছিল কিন্তু আমরা ব্যাটাররা হতাশ করেছি আসলে।”
সেমিফাইনালে উঠে স্বস্তি প্রকাশ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার, রাচিন রাভিন্দ্রার ব্যাটিং দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন ম্যাচ শেষে।
নিউজিল্যান্ডের কাছে কিছু আশা জাগানিয়া মুহূর্ত ছাড়া দর্শকদের জন্য কিছুই দিতে পারলো না বাংলাদেশ ক্রিকেট দল, টানা দুই ম্যাচ বড় ব্যবধানে হেরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়লো তারা।
বাংলাদেশের এই হার একই সাথে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত করেছে।
২৭শে ফেব্রুয়ারি নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
বাজে শট খেলে আউট হয়েছেন মুশফিকুর রহিম
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের বাজে শট সিলেকশন
নিউজিল্যান্ডের ব্যাটার মাইকেল ব্রেসওয়েল চার উইকেট দিয়েছেন ২৬ রান দিয়ে, বেশ ভালো বল করেছেন এই ডান হাতি অফ স্পিনার, তবে তিনি যে চারটি উইকেট পেয়েছেন সেখানে তার চেয়েও ব্যাটারদের ‘কৃতিত্ব’ বেশি বলছেন ক্রিকেট সাংবাদিক শিহাব আহসান খান।
দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক ও রিয়াদের পাশাপাশি অধিনায়ক শান্তকে ‘কাঠগড়ায় দাঁড়’ করিয়েছেন তিনি।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির প্রেস বক্স থেকে খেলা দেখে বেশ হতাশই হয়েছেন, বিশেষত মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আউট দেখে তিনি বিবিসি বাংলাকে বলেন, “অভিজ্ঞতা থেকেই বা আর লাভ কী?”
“মুশফিকুর রহিমের ৫ বলে ২, মাহমুদউল্লাহর ১৪ বলে ৪ রানের ইনিংস যে কতটা হতশ্রী ছিল তা প্রমাণে রিশাদ হোসেনের ২৬ রানের ইনিংসই যথেষ্ট,” বলছিলেন মি. খান।
দারুণ সব ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের ফিল্ডাররা
২ রানে আউট হওয়া মুশফিকুর রহিম ও ৪ রানে আউট হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ যেন মনে করিয়ে দিলেন ২০১৬ সালের ‘ব্যাঙ্গালোর ট্র্যাজেডি’; টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ৩ বলে ২ রান যখন প্রয়োজন তখন ছয় মারতে গিয়ে দুজনই বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হন।
এবার কোনও রান তাড়া করতে নয়, বাংলাদেশের পরিস্থিতি যখন ১০৬ রানে ৩ উইকেট, তখন মাত্র ১২ রানের ব্যবধানে মুশফিক ও রিয়াদ মেরে খেলতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন, হুট করেই বাংলাদেশের রান তখন দাঁড়ায় ১১৮ রানে ৫ উইকেট।
বিবিসি লাইভ আপডেটের ধারাভাষ্যকার মাহমুদউল্লার এই শটকে রীতিমতো ‘কুৎসিত’ (আগলি) লিখেছে।
বিবিসি রেডিওর লাইভ প্রোগ্রামে ধারাভাষ্যকার রওশান আলম বলছিলেন, “আমি নিশ্চিত না মাহমুদউল্লাহ রিয়াদ ফিট কি না।”
পরে ম্যাচের শেষ দিকে সহজ একটা ক্যাচও ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।
মুশফিকুর রহিমের শট দেখে রওশান আলম বলেন, “মি. ডিপেন্ডেবল তার নামের প্রতি সুবিচার করতে পারলেন না, অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়ে গেছেন।”
জাকের আলী অনিক আগের ম্যাচের মতো এদিনও ভালো ইনিংস খেলে বাংলাদেশের জন্য সম্মানজনক পুঁজি এনে দিয়েছেন।
চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ব্রেসওয়েল
নাজমুল হোসেন শান্ত’র ৭৭ রান ৭০ স্ট্রাইক রেটে
বাংলাদেশ এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছিল, তানজিম হাসান সাকিবের বদলে নাহিদ রানা এবং সৌম্য সরকারের জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয় তারা। অধিনায়ক শান্ত নামেন ওপেনার হিসেবে।
নাহিদ রানা ভালো বল করলেও ব্যাটিং লাইনআপের বদলটা খুব একটা কাজে লাগেনি, শান্ত ৭৭ রান তুলেছেন ঠিক কিন্তু রাচিন রাভিন্দ্রা ব্যাট করে দেখিয়েছেন এই উইকেটে কীভাবে খেলতে হয়।
রাওয়ালপিন্ডিতে মাঠে বসে খেলা দেখে বিবিসি বাংলাকে শিহাব আহসান খান জানিয়েছেন, “রাওয়ালপিন্ডিতে শুরুর ১০ ওভার মন্দ করেনি বাংলাদেশ দল। ৫৮ রান খরচে ১ উইকেট। তবে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর খোলসে ঢুকে যায় দল। তাওহীদ হৃদয়ের ২৪ বলের ৭ রানের ইনিংস দেখে উইকেটকে দুর্বোধ্য মনে হলেও তেমন ছিল না রাওয়ালপিন্ডির উইকেট।”
মাঠে বাংলাদেশের সমর্থন ছিল চোখে পড়ার মতো
“অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রান করেন বটে, তবে ৭০ স্ট্রাইক রেটে রান করা ও সেট হবার পর ৩৮-তম ওভারে গিয়ে আউট হওয়া তাকেও কাঠগড়ায় দাঁড় করাবে”, বলছিলেন মি. খান।
শান্ত আউট হওয়ার পর তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেইজ থেকে এক পোস্টে জানানো হয় তিনি সমালোচকদের ‘চুপ করিয়ে’ দিয়েছেন। এটি নিয়ে মি. খান বলেন, “যতই সোশ্যাল মিডিয়াতে তার অ্যাডমিন তার ইনিংসকে রিমার্কেবল বলে তৃপ্তির ঢেকুর তুলুক, ম্যাচ হারলে অধিনায়ক যখন বলবেন আমরা ৩০-৪০ রান কম করেছি তখন যেন শান্ত জানেন এই ৩০-৪০ রান কম করাতে তারও দায় আছে।”
পরে আবার বল হাতে নিয়েও রান দিয়েছেন শান্ত, ম্যাচে যখন নিউজিল্যান্ডের ওপর চাপ দেয়ার প্রয়োজন ছিল তখন শান্ত এক ওভার বল করে ১২ রান দেন।
নেহাতই বাজিয়ে দেখার মতো হলেও, তখনও পর্যন্ত ম্যাচে বাংলাদেশের সুযোগ ছিল উইকেট নিয়ে জয়ের প্রেক্ষাপট তৈরি করার, তখনি বল হাতে নিলেন শেষবার ২০২৩ সালের ডিসেম্বরে ওয়ানডে ক্রিকেটে বল করা অধিনায়ক শান্ত।
বাংলাদেশের বোলিং কেমন হলো?
দুই ম্যাচেই বাংলাদেশ বল করার সময়েই দর্শকদের মনে কিছুটা আনন্দ ও কিছুটা আশা জাগিয়েছে। আগের ম্যাচে রিশাদ, নিউজিল্যান্ডের বিপক্ষে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজ- তিন পেসারই ভালো বল করেছেন।
এটা যদিও যথেষ্ট ছিল না।
নাহিদ ম্যাচের শুরু থেকেই গতির ঝড় তোলেন, ১৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে ভড়কে দেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটারদের।
তাসকিন আহমেদ এক দারুণ ইন সুইং-এ উইল ইয়াং-কে বোল্ড করার পর নাহিদ রানার দারুণ এক বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কেইন উইলিয়ামসন।
পাকিস্তানের বিপক্ষে ১ রানে আউট হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে মাত্র ৫ রানে আউট হয়ে যান আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।
এরপর জুটি গড়েন রাচিন রাভিন্দ্রা ও ডেভন কনওয়ে। ২ উইকেট পতনের পরেও রানের গতি কমতে দেননি এই দুই ব্যাটার।
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে সেমিতে তুললেন রাচিন রাভিন্দ্রা
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে সেমিতে তুললেন রাচিন রাভিন্দ্রা
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই নিউজিল্যান্ড ক্রিকেটের বিস্ময় বালক ভারতীয় বংশোদ্ভূত রাচিন রাভিন্দ্রা।
বাংলাদেশের বিপক্ষে তিনি আগ্রাসন ও ধৈর্য্যের প্রদর্শনী দেখিয়েছেন, দারুণ ব্যাট চালিয়েছেন উইকেটের চারদিকে।
১০৫ বলে ১১২ রানের এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে চতুর্থ শতকের দেখা পেলেন রাচিন। তার চারটি শতকই আইসিসি টুর্নামেন্টে করা।
বাংলাদেশের বিপক্ষে এই শতক দিয়ে তিনি নিউজিল্যান্ডের হয়ে আইসিসি ট্রফিতে সর্বোচ্চ শতকের (৪টি) রেকর্ড গড়েছেন।
এর আগে নাথান অ্যাস্টল ও কেইন উইলিয়ানসনের ছিল ৩টি করে শতক।
ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি দুই টুর্নামেন্টেই অভিষেক ম্যাচেই শতক হাঁকালেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১৫ রানে ২ উইকেট যাওয়া নিউজিল্যান্ডকে তিনি টেনে নিয়ে যান ২০১ রান পর্যন্ত যখন নিউজিল্যান্ডের জয় হাতের নাগালে।
এই ম্যাচেই ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০-এর ওপর গড় ও ১১০ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ১,০০০ রান পূর্ণ করেছেন রাচিন রাভিন্দ্রা।
বিবিসি নিউজ বাংলা
Leave a Reply