০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
শেয়ারবাজার চাঙ্গা, কিন্তু ভোক্তা আস্থায় ‘দুই আমেরিকা’ সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’- ফিলিপাইনে ৪ জনের মৃত্যু,আঘাত হানার আগে এক লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়, ঝড়ের গতিবেগ এখন কমে গেছে থাই–মালয়েশিয়া উপকূলে রোহিঙ্গা নৌডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১১ গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী- তদন্ত কমিটি ডেঙ্গুর ভয়াবহতা বেড়েই চলেছে: নতুন করে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১২০০ রোগী ঘোড়া-থিমের ফুকুবুকুরো: জাপানে ২০২৬ নববর্ষে পণ্য নয়, অভিজ্ঞতাই মূল টান ডকুমেন্টারি আবার আলোয় আনতে নিউইয়র্কে ভ্যারাইটির ‘ডক ড্রিমস লাইভ’ আমাজনের বেলেং-এ শুরু হলো কপ৩০, যুক্তরাষ্ট্র নেই আলোচনার টেবিলে সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে ধস: ডিএসই সূচক ৬৮ পয়েন্ট ও সিএসই ৩৫ পয়েন্ট কমেছে ২০২৫ সালের গিফট গাইডে এআই ও ওয়্যারেবলকে শীর্ষে তুলল এনগ্যাজেট

তাইশানের অর্থনীতি এগিয়ে নিচ্ছে ইল মাছ

  • Sarakhon Report
  • ০৬:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • 78

বিদেশে বাজার সম্প্রসারণ ও বাণিজ্য বৈচিত্রকরণের উদ্যোগ জোরদার করেছে চীনের কুয়াংতোং প্রদেশের উপকূলীয় শহর তাইশান। এ উদ্যোগের অন্যতম হলো ইল মাছ চাষের প্রসার ঘটানো।

শুক্রবার শহর কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ইল মাছ সংক্রান্ত খাদ্যপণ্য তৈরিতে সহায়তা ও কৃষি-পর্যটনের সমন্বিত উন্নয়নকে উৎসাহিত করছে নগর প্রশাসন।

এই লক্ষ্যে, আগামী কয়েক মাসে তৌশান ও তুয়ানফেনসহ বড় ইল মাছ চাষ অঞ্চলগুলোতে উৎসবের আয়োজন করা হবে। পর্যটকদের কাছে তাইশানের ইল মাছের মান তুলে ধরতে ভূমিকা রাখবে এই উৎসব।

বিবৃতিতে আরও বলা হয়, ইল চাষিদের জন্য হোটেল, রেস্টুরেন্ট, সুপারমার্কেট, জলজ পণ্য বাজার ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে বিক্রয় চ্যানেল আরও প্রসারিত হয়।

তাইশানের ৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার বর্গমিটারের বেশি ইল মাছ চাষ এলাকা রয়েছে, যেখানে বার্ষিক উৎপাদন ৫০ হাজার টনের বেশি।

দেশীয় বাজারে তাইশানের ইলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালে তাইশানের ইল মাছ শিল্পের মোট মূল্য ৭১৭ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশেরও বেশি।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজার চাঙ্গা, কিন্তু ভোক্তা আস্থায় ‘দুই আমেরিকা’

তাইশানের অর্থনীতি এগিয়ে নিচ্ছে ইল মাছ

০৬:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বিদেশে বাজার সম্প্রসারণ ও বাণিজ্য বৈচিত্রকরণের উদ্যোগ জোরদার করেছে চীনের কুয়াংতোং প্রদেশের উপকূলীয় শহর তাইশান। এ উদ্যোগের অন্যতম হলো ইল মাছ চাষের প্রসার ঘটানো।

শুক্রবার শহর কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ইল মাছ সংক্রান্ত খাদ্যপণ্য তৈরিতে সহায়তা ও কৃষি-পর্যটনের সমন্বিত উন্নয়নকে উৎসাহিত করছে নগর প্রশাসন।

এই লক্ষ্যে, আগামী কয়েক মাসে তৌশান ও তুয়ানফেনসহ বড় ইল মাছ চাষ অঞ্চলগুলোতে উৎসবের আয়োজন করা হবে। পর্যটকদের কাছে তাইশানের ইল মাছের মান তুলে ধরতে ভূমিকা রাখবে এই উৎসব।

বিবৃতিতে আরও বলা হয়, ইল চাষিদের জন্য হোটেল, রেস্টুরেন্ট, সুপারমার্কেট, জলজ পণ্য বাজার ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে বিক্রয় চ্যানেল আরও প্রসারিত হয়।

তাইশানের ৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার বর্গমিটারের বেশি ইল মাছ চাষ এলাকা রয়েছে, যেখানে বার্ষিক উৎপাদন ৫০ হাজার টনের বেশি।

দেশীয় বাজারে তাইশানের ইলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালে তাইশানের ইল মাছ শিল্পের মোট মূল্য ৭১৭ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশেরও বেশি।

সিএমজি বাংলা