০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সরকার নির্বাচনে বিলম্ব ঘটানোর পরিস্থিতি তৈরি করছে: ফখরুলের অভিযোগ টোকিও চলচ্চিত্র উৎসবে সেরা ‘প্যালেস্টাইন ৩৬ জাহানারা আলমের অভিযোগে তদন্ত কমিটি গঠন করবে বিসিবি সংবিধান সংশোধন অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে হতে হবে: ড. কামাল টাইফুন কালমায়েগির ধ্বংসের মাঝেই ব্রাজিলে শুরু হলো কপ৩০ পূর্ব সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিবেশীদের উদ্বেগ লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত আন সি-ইয়ং-এর অসামান্য ব্যাডমিন্টন রেকর্ড, ঐতিহাসিক সিজনে ৯৫% জয় হারানোর লক্ষ্য চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে আহত প্রতিবন্ধী অটোরিকশাচালক

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৬)

আমার যাবতীয় কার্য্য অতীব পরিষ্কৃত, বিশুদ্ধ ও ছলনা পরিশূন্য যদি কেহ কোন কারণে আমাদের ব্যবসায়ের অবস্থা জানিতে অভিলাষ করেন

লাইব্রেরি বা বিক্রির ব্যবস্থা যে সুশৃঙ্খল হচ্ছে আশির দিকে তার কিছু উদাহরণ পাওয়া যায় পত্রিকায়। ১৮৮০ সালে পত্রিকায় একটি বিজ্ঞাপনে জানা যায়-“ঢাকাতে স্টুডেন্টস লাইব্রেরি নামে একটা পুস্তকালয় সংস্থাপিত হইয়াছে।

দেশীয় ও বিদেশীয় গ্রন্থাকারগণ এই লাইব্রেরিতে আপন পুস্তক ডিপোজিট রাখিতেছেন। ছাত্রদের কল্যাণ উদ্দেশ্যেই এই পুস্তকালয় সৃষ্টি সঙ্কল্পিত হইয়াছে। তাহা রক্ষা করিতে কিছুমাত্র ত্রুটি নাই। ব্যবসায়ীর পৈশাচীবৃত্তি, অসততা ও অসাধু ব্যবহার, যাহাতে এই লাইব্রেরিকে স্পর্শ করিতে না পারে সে বিষয়ে আমরা সবিশেষ সতর্ক। পাঠ্য ও সুরুচিসম্পন্ন ব্যক্তিগণের প্রার্থনায় যাবতীয় পুস্তক সুলভে প্রাপ্ত বা বিদেশীয় গ্রাহকগণের জন্য বিস্তর সুবিধা করা হইয়াছে। কলিকাতার নিয়ম স্মরণ করিয়া পুস্তকের মূল্য ও কমিশন নিরূপিত হয়।

ইতি।

মেনেজার।

শ্রী রাজেন্দ্রমোহন দত্ত ঢাকা মাদ্রাসার হেডমাস্টার।

শ্রী কৃষ্ণদাস রায় ঢাকা স্কুলের হেডমাস্টার।”

সাহিত্যকুসুম-এর প্রচ্ছদ

তবে, পুস্তক ব্যবসায় বোধহয় সবচেয়ে বেশি সফলতা লাভ করেছিলেন মতিলাল চক্রবর্তী। দ্বারকানাথ পাল। তাঁরা ছিলেন পাঠা ও পাঠা সহায়িকার লেখক। মতিলালের লেখা বা তার প্রকাশনালয় থেকে প্রকাশিত ২৬টি বইয়ের নাম পেয়েছি (১৮৭৬)। নিয়মিত তিনি তাঁর বা যায়।

পুস্তকালয় থেকে প্রকাশিত গ্রন্থের শেষ প্রাচ্ছদে বিজ্ঞাপন দিতেন। পত্রিকাতেও দিতেন বিস্তারিতভাবে তাঁর পুস্তকালয়ের গুণাগুণ ব্যাখ্যা করে। এমনি দুটি বিজ্ঞাপন-
“পূর্ব বাঙ্গালা পুস্তকালয়।

আমার পুস্তকালয় প্রায় দ্বাদশ বৎসর যাবৎ সংস্থাপিত। ঈশ্বর কৃপায় বিদ্বেষ, অসুয়া, ষড়যন্ত্র ও নানারূপ বিঘ্নবিপত্তি প্রভৃতি বাধা ইহাকে কখনই সংস্পর্শ করিতে পারে নাই। এ দীর্ঘকাল যাবৎ যাঁহাদের সহিত আমার বরারার (ব্যবসা) চলিয়া আসিতেছে, তাহাদের সকলেই জানেন যে, আমার যাবতীয় কার্য্য অতীব পরিষ্কৃত, বিশুদ্ধ ও ছলনা পরিশূন্য যদি কেহ কোন কারণে আমাদের ব্যবসায়ের অবস্থা জানিতে অভিলাষ করেন, তবে কলিকাতার থ্যাকার কোম্পানির ক্লার্ক বাবু নন্দনাল সে (অস্পষ্ট) যাবতীয় পুস্তকালয় নিকট অনুসন্ধান করিলেই সবিশেষ জানিতে পারিবেন।…”

১৮৮০ সালে পত্রিকায় আরেকটি বিজ্ঞাপনে মতিলাল জানিয়েছেন-

“সাবধান। সাবধান! সাবধান।

ফলেই না পরিচয়।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৫)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৫)

জনপ্রিয় সংবাদ

সরকার নির্বাচনে বিলম্ব ঘটানোর পরিস্থিতি তৈরি করছে: ফখরুলের অভিযোগ

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৬)

০৭:০০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

আমার যাবতীয় কার্য্য অতীব পরিষ্কৃত, বিশুদ্ধ ও ছলনা পরিশূন্য যদি কেহ কোন কারণে আমাদের ব্যবসায়ের অবস্থা জানিতে অভিলাষ করেন

লাইব্রেরি বা বিক্রির ব্যবস্থা যে সুশৃঙ্খল হচ্ছে আশির দিকে তার কিছু উদাহরণ পাওয়া যায় পত্রিকায়। ১৮৮০ সালে পত্রিকায় একটি বিজ্ঞাপনে জানা যায়-“ঢাকাতে স্টুডেন্টস লাইব্রেরি নামে একটা পুস্তকালয় সংস্থাপিত হইয়াছে।

দেশীয় ও বিদেশীয় গ্রন্থাকারগণ এই লাইব্রেরিতে আপন পুস্তক ডিপোজিট রাখিতেছেন। ছাত্রদের কল্যাণ উদ্দেশ্যেই এই পুস্তকালয় সৃষ্টি সঙ্কল্পিত হইয়াছে। তাহা রক্ষা করিতে কিছুমাত্র ত্রুটি নাই। ব্যবসায়ীর পৈশাচীবৃত্তি, অসততা ও অসাধু ব্যবহার, যাহাতে এই লাইব্রেরিকে স্পর্শ করিতে না পারে সে বিষয়ে আমরা সবিশেষ সতর্ক। পাঠ্য ও সুরুচিসম্পন্ন ব্যক্তিগণের প্রার্থনায় যাবতীয় পুস্তক সুলভে প্রাপ্ত বা বিদেশীয় গ্রাহকগণের জন্য বিস্তর সুবিধা করা হইয়াছে। কলিকাতার নিয়ম স্মরণ করিয়া পুস্তকের মূল্য ও কমিশন নিরূপিত হয়।

ইতি।

মেনেজার।

শ্রী রাজেন্দ্রমোহন দত্ত ঢাকা মাদ্রাসার হেডমাস্টার।

শ্রী কৃষ্ণদাস রায় ঢাকা স্কুলের হেডমাস্টার।”

সাহিত্যকুসুম-এর প্রচ্ছদ

তবে, পুস্তক ব্যবসায় বোধহয় সবচেয়ে বেশি সফলতা লাভ করেছিলেন মতিলাল চক্রবর্তী। দ্বারকানাথ পাল। তাঁরা ছিলেন পাঠা ও পাঠা সহায়িকার লেখক। মতিলালের লেখা বা তার প্রকাশনালয় থেকে প্রকাশিত ২৬টি বইয়ের নাম পেয়েছি (১৮৭৬)। নিয়মিত তিনি তাঁর বা যায়।

পুস্তকালয় থেকে প্রকাশিত গ্রন্থের শেষ প্রাচ্ছদে বিজ্ঞাপন দিতেন। পত্রিকাতেও দিতেন বিস্তারিতভাবে তাঁর পুস্তকালয়ের গুণাগুণ ব্যাখ্যা করে। এমনি দুটি বিজ্ঞাপন-
“পূর্ব বাঙ্গালা পুস্তকালয়।

আমার পুস্তকালয় প্রায় দ্বাদশ বৎসর যাবৎ সংস্থাপিত। ঈশ্বর কৃপায় বিদ্বেষ, অসুয়া, ষড়যন্ত্র ও নানারূপ বিঘ্নবিপত্তি প্রভৃতি বাধা ইহাকে কখনই সংস্পর্শ করিতে পারে নাই। এ দীর্ঘকাল যাবৎ যাঁহাদের সহিত আমার বরারার (ব্যবসা) চলিয়া আসিতেছে, তাহাদের সকলেই জানেন যে, আমার যাবতীয় কার্য্য অতীব পরিষ্কৃত, বিশুদ্ধ ও ছলনা পরিশূন্য যদি কেহ কোন কারণে আমাদের ব্যবসায়ের অবস্থা জানিতে অভিলাষ করেন, তবে কলিকাতার থ্যাকার কোম্পানির ক্লার্ক বাবু নন্দনাল সে (অস্পষ্ট) যাবতীয় পুস্তকালয় নিকট অনুসন্ধান করিলেই সবিশেষ জানিতে পারিবেন।…”

১৮৮০ সালে পত্রিকায় আরেকটি বিজ্ঞাপনে মতিলাল জানিয়েছেন-

“সাবধান। সাবধান! সাবধান।

ফলেই না পরিচয়।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৫)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৫)