বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক কাজী গনি চৌধুরী বৃহস্পতিবার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তিনি বলেছেন, এই প্রতীক শুধু একটি রাজনৈতিক চিহ্ন নয়, বরং এটি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক।
গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ‘ধানের শীষ’
চট্টগ্রামের তালিমুদ্দিন মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজী গনি চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন যেখানে মানবিকতা, ন্যায়বিচার ও সাম্য থাকবে।
তিনি বলেন, “ধানের শীষে ভোট দিয়ে জনগণ কখনও প্রতারিত হয়নি। বিএনপি জনগণের ভোটের মর্যাদা রক্ষা করে। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, শান্তি ফিরে আসে।”
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি
সভায় বিএনপির রাষ্ট্র সংস্কার বিষয়ক ৩১ দফা কর্মসূচি বিতরণ করা হয়। এতে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের শক্তিশালীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
ঐতিহাসিক ভূমিকার স্মরণ
কাজী গনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “জিয়া সাহেবই দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।”
সভায় ফটিকছড়ি ও ভুজপুর থেকে আসা হাজারো নেতাকর্মী মিছিলসহকারে অংশ নেন এবং মাইজভান্ডার দরগায় পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
বিএনপি নেতা জোর দিয়ে বলেন, বিএনপি এমন একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্ম, বর্ণ বা পেশা নির্বিশেষে সব নাগরিক ঐক্যবদ্ধ থাকবে।
তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক নাগরিক মর্যাদা ও ন্যায্যতার সঙ্গে বাঁচবে।”
উপস্থিত নেতৃবৃন্দ
সভায় বিএনপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সরওয়ার হোসেন, এম. মোরশেদ হাজরী, ওসমান তাহের সম্রাট, আহমদ গনি চৌধুরী ও মোহাম্মদ ইউসুফসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
#বিএনপি #ধানেরশীষ #কাজীগনিচৌধুরী #গণতন্ত্র #খালেদাজিয়া #তারেকরহমান #চট্টগ্রামসভা #সারাক্ষণরিপোর্ট