ভারতকে এআই ও ক্লাউড প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগামী চার বছরে ১৭.৫ বিলিয়ন ডলারের বৃহত্তম আঞ্চলিক বিনিয়োগ ঘোষণা করেছে মাইক্রোসফট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা।
ভারতে এআই ও ক্লাউড অবকাঠামো সম্প্রসারণে মাইক্রোসফটের বিশাল উদ্যোগ
মাইক্রোসফট জানিয়েছে, এ বিনিয়োগ এশিয়ায় তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। নতুন অর্থায়ন ব্যবহার করা হবে ভারতের ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো, দক্ষ জনশক্তি এবং সার্বভৌম প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে। দেশের দ্রুত বিস্তৃত হওয়া ডিজিটাল অর্থনীতিকে লক্ষ্য করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
সত্য নাদেলা–মোদির বৈঠক ও নতুন পরিকল্পনার লক্ষ্য
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যম এক্স-এ পরিকল্পনার বিস্তারিত জানান নাদেলা। তিনি বলেন, ভারতের এআই উচ্চাকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করবে এই বিনিয়োগ।
নাদেলার তিনদিনের ভারত সফরে নীতি–আলোচনা, এবং বেঙ্গালুরু ও মুম্বাইয়ে এআই–কেন্দ্রিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। ভারতের লক্ষ্য হলো বৈশ্বিক এআই এবং সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম কেন্দ্র হওয়া, যার জন্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দেশটিতে বিনিয়োগে উৎসাহিত করছে সরকার।

ভারতের বাজারে বাড়ছে বৈশ্বিক প্রতিযোগিতা
ভারতের দ্রুত বর্ধনশীল ডিজিটাল বাজারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এর আগে গত অক্টোবরেই গুগল ঘোষণা দিয়েছিল যে তারা বিশাখাপত্তনমে তাদের প্রথম এআই হাব স্থাপনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
মাইক্রোসফটের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন ডাটা সেন্টার
ভারতে তিন দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসা মাইক্রোসফটের কর্মীসংখ্যা এখন ২২ হাজারের বেশি। নতুন বিনিয়োগের মাধ্যমে দেশজুড়ে ক্লাউড সেবা ও ডাটা সেন্টারের পরিধি আরও বাড়ানো হবে। এর অংশ হিসেবে একটি নতুন হাইপারস্কেল ডাটা সেন্টার ২০২৬ সালের মধ্য নাগাদ চালু হওয়ার কথা রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















