ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেসরকারি খাতের বিশাল সম্ভাবনার ওপর জোর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং। সোমবার বেসরকারি উদ্যোক্তাদের প্রতিনিধিদের এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট সি বলেন, নতুন যুগে বেসরকারি উদ্যোগ এবং উদ্যোক্তাদের সক্ষমতা পূর্ণভাবে প্রয়োগ করার এখনই উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, বেসরকারি খাতের উচ্চমানের উন্নয়নকে সমর্থন করতে একটি সাধারণ ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি বেসরকারি খাতের বৈধ অধিকার এবং উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিতেরর ওপরও জোর দেন তিনি।
সি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের উচিত উদ্যোগ এবং দেশপ্রেমে গর্বিত হওয়া, তাদের ব্যবসাগুলো শক্তিশালী এবং সম্প্রসারিত করার ওপর মনোযোগ দেওয়া। যাতে চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র এবং চীনা আধুনিকীকরণ এগিয়ে নেওয়া যায়।
সেমিনারে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং এবং চীনের গণরাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংও উপস্থিত ছিলেন।
হুয়াওয়ের রন চংফেই, বিওয়াইডির ওয়াং ছুয়ানফু, নিউ হোপের লিউ ইয়ংহাও, উইল সেমিকন্ডাক্টরের ইউ রনরং, ইউনিট্রি রোবটিকসের ওয়াং এবং শাওমির লেই চুন তাদের পরামর্শ এবং মতামত প্রদান করেন।
নাহার/ফয়সল