সত্যেন্দ্রকুমার বসু
শোকসূচক কোনো পরিচ্ছদ পরিধানের রীতি নেই। ভিক্ষুদের পক্ষে মৃতের জন্যে বিলাপ করা বারণ। হিউএনচাঙ অন্তর্জলির প্রথারও বিবরণ দিয়েছেন।
শাসন, রাজস্ব ইত্যাদি : শাসনকার্য ন্যায়সঙ্গত ব’লে সরকারী দাবীর সংখ্যা কম। পরিবারগুলির নামের ফর্দ নেই। কাউকে জোর ক’রে খাটিয়ে নেওয়া হয় না। রাজ-কর স্বল্প। প্রত্যেকেই নিজ নিজ সম্পত্তি শান্তিতে ভোগ করে। যারা রাজার জমি চাষ করে তারা উৎ-পন্নের ষষ্ঠ ভাগ রাজস্ব দেয়। বণিকেরা নির্বিঘ্নে যাতায়াত করে। নদীতে ও রাজপথে স্থানে স্থানে অল্প শুল্ক দিতে হয়। সরকারী কাজে পারিশ্রমিক আগে ধার্য করে তার পর প্রকাশ্যে লোক নিযুক্ত করা হয় (গোপনে নয়)।
গাছপালা ইত্যাদি : বিভিন্ন স্থানের জমির গুণ অনুসারে বিভিন্ন গাছপালা উৎপন্ন হয়। যথা অম্ল (তেঁতুল), আম্ল (আম্র?), মধুক, কুল, কপিখ, অমলা (আমলকী?), তিন্দুক, উদ্বম্বর, মোচা, নারিকেল, পনস। খেজুর, chestnut, ফি (লকেট ফল), থি পাওয়া যায় না। নাসপাতি, আলুবোখারা, পীচ, আড়ু, কাশ্মীর থেকে পশ্চিমে পাওয়া
যায়। কমলালেবু ডারিম সব জায়গায়ই হয়।
(চলবে)
Leave a Reply