ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
আজতেকরা তাদের ধর্ম, ধর্মীয় বোধের ওটাকে এমন পর্যায়ে উন্নীত করেছিল যার সাহায্যে তারা অতি-প্রাকৃত শক্তির সঙ্গে এই পৃথিবীর এক সম্পর্ক তৈরি করেছিল। এই সু-সম্পর্ক আমাদের চিন্তার মধ্যে এনে দিয়েছে এক সুন্দর এক শৃঙ্খলা। চিন্তা-ভাবনার পারম্পর্য একটি দর্শন-এর সৃষ্টি করেছিল।
আজতেক সমাজ বিশ্বাস করে এই জড়জগৎ চারটি যুগ বা স্তর পেরিয়ে এসেছে। তারা এমনও মনে করে যে এই পৃথিবী কোনো ভৌগোলিক সত্তা বা ব্যবস্থা নয়। একটি ধর্মীয় সত্তা মাত্র। পৃথিবীকে ভাগ করা হয়েছে সমান্তরাল এবং উল্লম্বভাবে। যেখানে ধর্ম, অগ্নিদেবতা পরস্পর নিজস্ব মহিমায় ভাস্বর।
মেক্সিকোর আজতেক জনগোষ্ঠী বিশ্বাস করে পুবদিকে অবস্থান করে বৃষ্টির দেবতা (Rain ৪০৫)। এছাড়া রয়েছেন সূর্য দেবতা (Sun god)। নাম তার তোনাতিউহ (Tonatiuh) এই সূর্য দেবতা স্বর্গলোকের প্রধান হিসেবে যাবতীয় কাজ সম্পাদন করেন।
তবে একথা বলা প্রয়োজন যে আজতেকদের বর্মীয় বিশ্বাসের মূল স্বর ইউরোপীয় ধারণা থেকে আলাদা। মেক্সিকোদের ধর্মীয় বিশ্বাসে অতিপ্রাকৃতর দু’রকম বহিঃপ্রকাশ ঘটেছে। একটির নাম হল তেওত (teote) এবং দ্বিতীয়টিকে বলা হয় তেক্সিপলা (lexiptila)।
(চলবে)
Sarakhon Report 



















