পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে ‘সন্ত্রাস দমন’ অভিযানে গত দুই বছর ধরে বম-সহ আদিবাসী জনগণের নির্বিচার ধরপাকড় চলছে। কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)–এর নামে সংঘটিত ব্যাংক ডাকাতি ও সহিংস ঘটনাগুলিকে পুঁজি করে গ্রামের সাধারণ নারী-পুরুষ ও শিশুদেরও বছরের পর বছর আটক রাখা হয়েছে।
কারা হেফাজতে টানা তিন মৃত্যু
১. লাল থ্লেং কিম বম (২৯) – ১৫ মে ২০২৫, চিকিৎসা না পেয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যু
২. লাল সাংময় বম (৫৫) – ক্যান্সার আক্রান্ত অবস্থায় দীর্ঘ বিচারবিহীন কারাবাসের পর ৩১ মে ২০২৫, জামিন-প্রাপ্তির দিনই গ্রামের পথে মৃত্যু
৩. ভান লাল রুয়াল বম (৩৫) – ১৭ জুলাই ২০২৫, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে মৃত্যু বলে জানানো হয়
পরিবার ও অধিকারকর্মীরা জানান, তিনজনের বিরুদ্ধেই আনা অভিযোগ এখনও চার্জশিটে যাননি, এবং কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করেনি।
চলমান নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন
- ২০২৪ সালের এপ্রিলের পর থেকে শতাধিক বম নারী-পুরুষ গ্রেপ্তার—অনেকে গুরুতর অসুস্থ; শিশুদেরও মায়ের সঙ্গে আটক রাখা হয়েছে।
- বাজার, জুম চাষ ও স্বাভাবিক চলাচলে সেনা নজরদারি বেড়েছে; গ্রামবাসীর ভাষায় এটি ‘জাতিগত নিধন অভিযান’-এর রূপ নিয়েছে।
নাগরিক দাবি
১. তিন কারাবন্দির মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত ও দায়ীদের শাস্তি
২. বম জনগোষ্ঠীর বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন
৩. আদিবাসীদের চলাচল, ব্যবসা ও জীবিকা-সংক্রান্ত সব বাধা তুলে নেওয়া
৪. ব্যাংক ডাকাতি মামলায় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, কেএনএফ-ইস্যুকে পুঁজি করে ‘জাতিগত শাস্তি’ বন্ধ
৫. পাহাড় ও সমতলে সব আদিবাসীর সমান অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ
স্বাক্ষরকারী ১৫৫ জন নাগরিকের পূর্ণ তালিকা
১) ড. হামিদা হোসেন
২) সুলতানা কামাল
৩) খুশী কবির
৪) শাহীন আনাম
৫) অধ্যাপক আনু মুহাম্মদ
৬) শামসুল হুদা
৭) রেহনুমা আহমেদ
৮) ড. ইফতেখারুজ্জামান
৯) জেড. আই খান পান্না
১০) শিরীন পারভীন হক
১১) সুমাইয়া খায়ের
১২) ড. শহিদুল আলম
১৩) ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়
১৪) নিরুপা দেওয়ান
১৫) প্রফেসর বীণা ডি’কস্টা
১৬) জির কুং সাহু
১৭) অ্যাডভোকেট সালমা আলী
১৮) ড. সামিনা লুৎফা
১৯) ড. স্বপন আদনান
২০) রোবায়েত ফেরদৌস
২১) তাসনীম সিরাজ মাহবুব
২২) ড. জোবায়দা নাসরিন
২৩) ড. খাইরুল চৌধুরী
২৪) মির্জা তাসলিমা সুলতানা
২৫) ড. ফস্টিনা পেররা
২৬) ড. ফিরদৌস আজীম
২৭) মনিন্দ্র কুমার নাথ
২৮) সঞ্জীব দ্রং
২৯) পল্লব চাকমা
৩০) পাভেল পার্থ
৩১) আইনজীবী সাইদুর রহমান
৩২) রোজিনা বেগম
৩৩) মাইদুল ইসলাম
৩৪) জাকির হোসেন
৩৫) সাঈদ ফেরদৌস
৩৬) সায়েমা খাতুন
৩৭) রাণী ইয়েন ইয়েন
৩৮) মাহা মির্জা
৩৯) নাসরিন খন্দকার
৪০) কল্লোল মুস্তাফা
৪১) সায়দিয়া গুলরুখ
৪২) মুক্তশ্রী চাকমা
৪৩) বাকী বিল্লাহ
৪৪) বীথি ঘোষ
৪৫) ফারজানা ওয়াহিদ সায়ান
৪৬) অমল আকাশ
৪৭) মোশাহিদা সুলতানা
৪৮) সীমা দত্ত
৪৯) মাহতাব উদ্দীন আহমেদ
৫০) মারজিয়া প্রভা
৫১) কানিজ ফাতেমা মিথিলা
৫২) হানা শামস আহমেদ
৫৩) ড. গোলাম সারওয়ার
৫৪) নাসরিন সিরাজ
৫৫) অরূপ রাহী
৫৬) উতিং মারমা
৫৭) ডনওয়ই ম্রো
৫৮) হেমা চাকমা
৫৯) সুস্মি চাকমা
৬০) কাব্য কৃত্তিকা
৬১) পদ্মিনী চাকমা
৬২) জুয়াম লিয়ান আমলাই বম
৬৩) ইলিরা দেওয়ান
৬৪) গীতা দাস
৬৫) ওয়ারদা আশরাফ
৬৬) তৃষিয়া নাশতারান
৬৭) বিভূতী ভূষণ মাহাতো
৬৮) নরেন চন্দ্র পাহান
৬৯) জুলিয়ান বম
৭০) সাঈদ আহমেদ
৭১) জোনা চাকমা
৭২) কীত্তি ছায়া চাকমা
৭৩) শান্তা চাকমা
৭৪) পুষ্পিতা চাকমা
৭৫) জয়শ্রী দেওয়ান
৭৬) চাইওয়াপ্রু মারমা
৭৭) অর্পা খীসা
৭৮) মারুফ হাসান ভূঞা
৭৯) সুর্মী চাকমা
৮০) হলি লালনিকিম বম
৮১) রিবেং তালুকদার
৮২) ক্রইনুচিং মারমা
৮৩) হিমেল চাকমা
৮৪) আহমেদ আবু জাফর
৮৫) লাল লিম বম
৮৬) নিলিয়ান বম
৮৭) শৈহ্লাচিং
৮৮) রবেন বম
৮৯) জাহিদ রহমান
৮৯) প্রগতি চাকমা
৯০) জয়তু চাকমা
৯১) বিচিত্রা তির্কি
৯২) মনিরা ত্রিপুরা
৯৩) আরাফাত রহমান
৯৪) নূহু আব্দুল্লাহ
৯৫) লাবণী মণ্ডল
৯৬) অপূর্ব চাকমা
৯৭) অধরা মাধুরী
৯৮) রুপসী চাকমা
৯৯) শাহেরীন আরাফাত
১০০) নাজিফা তাসনিম খানম তিশা
১০১) ফেরদৌস আরা রুমী
১০২) আদিত্য ভৌমিক
১০৩) জন গোমস
১০৪) ছোটন চাকমা
১০৫) মণিকাঞ্চন ত্রিপুরা
১০৬) আরিফ হাসান
১০৭) সিয়াম ফাত্তাহ
১০৮) ইরফানুল হক
১০৯) অমিতা দে
১১০) হ্লাহ্লাঈ মগ
১১১) শাহ নেওয়াজ সৈকত
১১২) জেসিকা জাসিন্তা চিরান
১১৩) রিয়াদ হোসেন
১১৪) সুরাইয়া ইয়াসমিন
১১৫) উইন চাকমা
১১৬) জাহিদ হোসেন
১১৭) সায়রাত সালেকীন
১১৮) ইসাবা শুহরাত
১১৯) প্রাপ্তি তাপশী
১২০) সাচিং মারমা
১১৯) আমিরুল রাজিব
১২২) আনতারা ফারনাজ খান
১২৩) সাজেদুল ইসলাম
১২৪) জুয়েল মারাক
১২৫) মিকাইল খান
১২৬) আমিনা সুলতানা সোনিয়া
১২৭) মিজানুর রহমান মিজান
১২৮) দূর্দানা ফরিদ
১২৯) উসিংম্যা মার্মা
১৩০) জোনায়েত হোসেন
১৩১) এলান শীর্ষ রাকসাম
১৩২) তামীম স্রোত
১৩৩) টনি চিরান
১৩৪) রিমন
১৩৫) কৃষ্টি দেওয়ান
১৩৬) মংচে চাকমা
১৩৭) নজীর আমিন চৌধুরী জয়
১৩৮) অজয় তংচংগ্যা
১৩৯) জোহান আরাজ খান
১৪০) তন্ময় ধর
১৪১) মুনশাইন চাকমা
১৪২) জাজং নকরেক
১৪৩) সুষন সিং
১৪৪) মীর রুম্মান ওয়ালী
১৪৫) অন্বেষ চাকমা
১৪৬) রেজাউল করিম সুমন
১৪৭) অনিরুদ্ধ দাশ অঞ্জন
১৪৮) করুন জ্যোতি চাকমা
১৪৯) ইশরাত জাহান প্রাচী
১৫০) সবুজ ব্রাইন নকরেক
১৫১) প্রত্যয়ী চাকমা
১৫২) শরণ এহসান
১৫৩) সৃজন মৃ
১৫৪) মিঠুন কুমার কোচ
বার্তা
রাণী ইয়েন ইয়েন ও সায়দিয়া গুলরুখের ভাষায়—পরপর তিন কারা মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের নীরবতা আর দায়বিমুখতা মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রত কার্যকর পদক্ষেপ নিয়ে বম জনগোষ্ঠীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।