বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দুর্গাপূজা ঘিরে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে অস্থিরতা, তৈরি পোশাক খাতে অশান্তি—এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সংগঠিত চক্রের অপতৎপরতা।
জামায়াতের যুদ্ধ ঘোষণার ইঙ্গিত
সম্প্রতি এক জামায়াত নেতার বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত প্রসঙ্গে রিজভী উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “কেন এ ধরনের আতঙ্কজনক মন্তব্য করা হচ্ছে?” তার অভিযোগ, জামায়াত একটি বিপজ্জনক নকশায় জড়িত, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে পারে।
ঐক্যের ডাক
রিজভী বলেন, “আমাদের একসঙ্গে এই ষড়যন্ত্র ভণ্ডুল করতে হবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব “অশুভ পরিকল্পনা”-র বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
পূজা উপলক্ষে সতর্কবার্তা
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, উৎসব আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হলেও এর চারপাশে নানা অশুভ প্রচেষ্টা চলছে। তাই শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সবার সতর্ক থাকা জরুরি। তিনি জানান, সারাদেশে প্রায় ৩৫ হাজার পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নজরদারিতে আছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছেন।
প্রশাসনে পক্ষপাতের অভিযোগ
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সরকার ইসলামপন্থী ঘনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছে, অথচ নিরপেক্ষ বা বিএনপি-ঘনিষ্ঠ কর্মকর্তাদের বঞ্চিত করছে। তার দাবি, এসব পদক্ষেপ নির্বাচনে সমান সুযোগ নষ্ট করবে।
দেশি-বিদেশি ষড়যন্ত্র
রিজভী আরও অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টি ও বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। এজন্য তিনি সব গণতান্ত্রিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান।